বেলের হঠাৎ এই সিদ্ধান্ত অবাক করেছে সকলকে। কারণ কাতার বিশ্বকাপের পরও আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাওয়র কথা বলেছিলেন তিনি। ২০২৪ ইউরো কাপে দেশকে যোগ্যতা অর্জন করানোর ইচ্ছে প্রকাশও কেরছিলেন। কিন্তু এদিন সোশ্যাল মিডিয়ায় নিজের অবসরের কথা জানিয়ে বেল লেখেন,'আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার আমার জীবনের কঠিনতম সিদ্ধান্ত। আন্তর্জাতিক ফুটবলে আমার যাত্রা জীবনটাকেই বদলে ফেলেনি, আমি মানুষ হিসাবেও অনেকটা বদলেছি।'
advertisement
এছাড়াও বেল লিখেছেন, 'অনেক ভাবনাচিন্তা করেই অবিলম্বে ক্লাব এবং আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিলাম। আমি অত্যন্ত সৌভাগ্যবান যে, ভালোবাসার স্পোর্টসকেই বেছে নেওয়ার স্বপ্নপূরণ করেছি। সত্যি বলতে জীবনের সেরার সেরা মুহূর্ত দিয়েছে। ১৭ মরসুম খেলেছি। যেটা আর বিকল্প হবে না। জানি না এরপর আমার জন্য কী অপেক্ষা করে রয়েছে।' এই সিদ্ধান্ত যে তার পক্ষে নেওয়াটা কঠিন ছিল তা বুঝিয়ে দিলেও কী কারণে হঠাৎ এই সিদ্ধান্ত সে বিষয়ে কোনও মুখ খোলেননি গ্যারেথ বেল।
আরও পড়ুনঃ ইশান কিশান নয়, শ্রীলঙ্কা বিরুদ্ধে নতুন ওপেনিং জুটি নিয়ে নামবেন রোহিত শর্মা
প্রসঙ্গত, মাত্র ১৬ বছর বয়সেই ইপিএলের ক্লাব সাউদ্যাম্পটনের হয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। এরপর খেলেছেন টটেনহ্যামের হয়ে। ২০১৩ সালে রেকর্ড টাকায় রিয়ালে যোগ দেন। সেখানেই কেরিয়ারের সেরা সময়টা কাটান। জিতেছেন ৫টি চ্যাম্পিয়ন্স লিগ। বর্তমানে আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসি-তে খেলছিলেন। আগামি জীবনের জন্যবেলকে শুভেচ্ছা জানিয়েছে ফুটবল বিশ্ব।