মাত্র ১৮ বছর বয়সে যে কৃতিত্ব অর্জন করেছে তা কুর্নিশ যোগ্য। প্রজ্ঞার জন্য গর্বিত গোটা দেশ। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় গ্র্যান্ডমাস্টারকে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, প্রাক্তন ভারতীয় বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ, ক্রিকেট কিংবদন্তী সচিন তেন্ডুলকর থেকে আর অনেকেই। অনুরাগ ঠাকুর লেখেন,” উজ্জ্ব যাত্রার জন্য, রানার-আপ হয়ে নতুন মাইলফলক স্থাপন করার জন্য ভারতীয় দাবাড়ু প্রজ্ঞানন্দকে অভিনন্দন।”
advertisement
ভারতের প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ প্রজ্ঞানন্দকে শুভেচ্ছা জানান। একইসঙ্গে প্রজ্ঞানন্দ যে সফলতার সঙ্গে কামব্যাক করবে সেই কথাও জানান বিশ্বনাথন আনন্দ। সচিন তেন্ডুলকর পোস্টে লেখেন, “একটি অবিশ্বাস্য টুর্নামেন্টের জন্য প্রজ্ঞানন্দকে অভিনন্দন। আপনার স্বপ্নের পিছনে ছুটতে থাকুন এবং ভারতকে গর্বিত করুন।”
আরও পড়ুনঃ R Praggnanandhaa: ইতিহাস লেখা হল না প্রজ্ঞানন্দের! ভাগ্যের কাছে চেক মেট ১৮ বছরের দাবাড়ু
প্রসঙ্গত, টাইব্রেকারে প্রথম র্যাপিড রাউন্ডে একটি চাল দিতে সাড়ে ৬ মিনিট সময় নেন প্রজ্ঞা। ২৫ মিনিটের ফাইনালের টাইব্রেকারে এটাই তফাৎ গড়ে দেয়। ড় মঞ্চে বিশ্বে পয়লা নম্বর দাবারু ও পাঁচবারের বিশ্বজয়ী কার্লসেনের অভিজ্ঞতার কাছেই যেন থামল প্রজ্ঞানন্দের স্বপ্নের দৌড়। ফাইনালে রানার্সআপ হলেও প্রজ্ঞার সাফল্যে গর্বিত দেশ।