TRENDING:

R Praggnanandhaa: প্রজ্ঞার কৃতিত্বে গর্বিত দেশ, শুভেচ্ছা বার্তা বিশ্বনাথন আনন্দ থেকে সচিন তেন্ডুলকরের

Last Updated:

R Praggnanandhaa: অনেক লড়াই করেও হল না স্বপ্নপূরণ। দাবা বিশ্বকাপের ফাইনালে টাই ব্রেকারে ম্যাগনাস কার্লসেনের কাছে হার ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দাবা বিশ্বকাপের ফাইনালে প্রথম ২ দিনের দু’টি ক্লাসিক্যাল রাউন্ড ড্র হয়। আর প্রজ্ঞানন্দ না বিশ্বনাথন আনন্দ বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট কার মাথায় উঠবে তা ঠিক করতে বৃহস্পতিবার ফাইনাল গড়ায় টাইব্রেকারে। সেখানে ভাগ্য সাথ দিল না ১৮ বছরের ভারতীয় গ্র্যান্ডমাস্টারের। টাইব্রেকার রাউন্ডে ২.৫-১.৫ পয়েন্টে জিতে আরও একবার বিশ্বসেরা ম্যাগনাস কার্লসেন। তবে দাবা বিশ্বকাপে রানার্স হওয়ায় সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসাবে ক্যান্ডিডেটসের ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন প্রজ্ঞা।
advertisement

মাত্র ১৮ বছর বয়সে যে কৃতিত্ব অর্জন করেছে তা কুর্নিশ যোগ্য। প্রজ্ঞার জন্য গর্বিত গোটা দেশ। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় গ্র্যান্ডমাস্টারকে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, প্রাক্তন ভারতীয় বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ, ক্রিকেট কিংবদন্তী সচিন তেন্ডুলকর থেকে আর অনেকেই। অনুরাগ ঠাকুর লেখেন,” উজ্জ্ব যাত্রার জন্য, রানার-আপ হয়ে নতুন মাইলফলক স্থাপন করার জন্য ভারতীয় দাবাড়ু প্রজ্ঞানন্দকে অভিনন্দন।”

advertisement

advertisement

ভারতের প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ প্রজ্ঞানন্দকে শুভেচ্ছা জানান। একইসঙ্গে প্রজ্ঞানন্দ যে সফলতার সঙ্গে কামব্যাক করবে সেই কথাও জানান বিশ্বনাথন আনন্দ। সচিন তেন্ডুলকর পোস্টে লেখেন, “একটি অবিশ্বাস্য টুর্নামেন্টের জন্য প্রজ্ঞানন্দকে অভিনন্দন। আপনার স্বপ্নের পিছনে ছুটতে থাকুন এবং ভারতকে গর্বিত করুন।”

আরও পড়ুনঃ R Praggnanandhaa: ইতিহাস লেখা হল না প্রজ্ঞানন্দের! ভাগ্যের কাছে চেক মেট ১৮ বছরের দাবাড়ু

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি ফুটবল টুর্নামেন্টে বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই..!
আরও দেখুন

প্রসঙ্গত, টাইব্রেকারে প্রথম র‌্যাপিড রাউন্ডে একটি চাল দিতে সাড়ে ৬ মিনিট সময় নেন প্রজ্ঞা। ২৫ মিনিটের ফাইনালের টাইব্রেকারে এটাই তফাৎ গড়ে দেয়। ড় মঞ্চে বিশ্বে পয়লা নম্বর দাবারু ও পাঁচবারের বিশ্বজয়ী কার্লসেনের অভিজ্ঞতার কাছেই যেন থামল প্রজ্ঞানন্দের স্বপ্নের দৌড়। ফাইনালে রানার্সআপ হলেও প্রজ্ঞার সাফল্যে গর্বিত দেশ।

বাংলা খবর/ খবর/খেলা/
R Praggnanandhaa: প্রজ্ঞার কৃতিত্বে গর্বিত দেশ, শুভেচ্ছা বার্তা বিশ্বনাথন আনন্দ থেকে সচিন তেন্ডুলকরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল