মঙ্গলবার থেকে জাতীয় গ্রন্থাগারে বসতে চলেছে দাবা প্রতিযোগিতার আসর। কলকাতায় সেই টুর্নামেন্টের ড্র আয়োজিত হল বিশ্বনাথন আনন্দের হাত ধরে। অনুষ্ঠানে এসে বর্তমান ভারতীয় দাবার পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে আপ্লুত প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন।
বিশ্বনাথন আনন্দ বললেন, “আমার সময়ে বিশ্বের প্রথম একশোতে আমি ছাড়া কোনও ভারতীয় দাবারু ছিল না। এখন পরিস্থিতি অনেকটাই পাল্টেছে। এখন দেশে প্রতিভাবান দাবাড়ুর অভাব নেই। সত্যিই দেশে প্রতিভাবান দাবাড়ুর ছড়াছড়ি"।
advertisement
আরও পড়ুন- 'মেসিকে পায়ে এক সেকেন্ড বল রাখতে দেব না', পোল্যান্ডের ডিফেন্ডারের হুঙ্কার
জাতীয় গ্রন্থাগারে টাটা চেস প্রতিযোগিতা শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। ডি গুগেশ, আর প্রজ্ঞানন্দ, অর্জুন ইরিগাইসি, নিহাল শারিন, ভিবিথ গুজরাতির মতো প্রতিভাবান দাবাড়ুরা এই প্রতিযোগিতায় খেলছেন।
ওয়েসলো সো, হিকারু নাকামুরা, শাকারিয়ার মামেদেরভ, পারহাম মাগসুদলুর বিরুদ্ধে ভারতীয় দাবাড়ুদের লড়াই দেখতে অপেক্ষা করছেন আনন্দ। তবে আনন্দ মনে করেন উজবেকিস্তানের দাবাড়ুরা কঠিন প্রতিপক্ষ।
টাটা স্টিলের মতো দাবা প্রতিযোগিতার নিয়মিত আয়োজন বিশ্বসেরা দাবাড়ুদের সঙ্গে খেলার সুযোগ যেমন দিচ্ছে, পাশাপাশি ভারতীয় দাবাড়ুরা নিজেদের মেপে নিতে পারছেন। কোনও সন্দেহ নেই, দাবা খেলাটির জনপ্রিয়তা বেড়েছে। এই ধরনের নজরকাড়া টুর্নামেন্ট দাবার প্রসারের জন্য প্রয়োজন বলে মনে করেন তিনি।
সেভাবে নিয়মিত টুর্নামেন্ট খেলেন না বিশ্বনাথ আনন্দ। তা সত্ত্বেও প্রথম বিশ্বসেরা দাবাড়ুদের মধ্যে এখনও তিনি বিবেচিত হন। কলকাতায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতার বানিজ্যিক দূত পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন আনন্দ।
এবারই প্রথমবার মহিলাদের জন্য পৃথক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। যার পুরস্কার মূল্য প্রথমবার ছেলেদের সমান। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আনন্দ। কোনেরু হাম্পি, অবন্তিকা, হারিকা দ্রোণাভিল্লিরা এই প্রতিযোগিতায় অ্যানা এবং মারিয়া মুজিচুক , অ্যানা উসেনিনাদের মতো বিশ্বসেরাদের সামলাবেন।
আরও পড়ুন- ব্রাজিল বনাম সুইজারল্যান্ড দেখতে ঢাকার রাস্তায় মানুষের ঢল, ছবি শেয়ার ফিফার
মহিলা দাবাড়ুদের ভাল পারফরম্যান্সের বিষয়ে আনন্দ আশাবাদী। “এবার আমাদের মেয়েদের দল দারুন শক্তিশালী। উজবেকিস্তান,পোল্যান্ডের দাবাড়ুদের সামলে সাফল্য পাওয়ার জন্য ওদের অভিনন্দন প্রাপ্য,” বলছেন বিশ্বনাথন আনন্দ।
