বুধবার ভারতে আসার কথা পাকিস্তান দলের। কিন্তু সোমবার বেলা পর্যন্ত ভিসা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাক দলের ভিসা নিয়ে জট বেশ কিছু দিন ধরেই চলছিল। সোমবার বাধ্য হয়ে সরাসরি আইসিসির কাছে লিখিত অভিযোগও করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসির কাছে অভিযোগ দায়ের করার পরই পাকিস্তানের ভিসার সমস্যা মিটেছে বলে সূত্রের খবর।
advertisement
ওডিআই বিশ্বকাপের অন্যান্য সব দল ভিসা পেলেও শুধু মাত্র পাকিস্তানের ভিসাই আটকে ছিল। যার ফলে প্রস্তুতি শিবির সারতেও বাবরদের সমস্যায় পড়তে হয় বলে খবর। কারণ ভারতে আসার আগে দুবাইতে পাক দল প্রস্তুতি সারার পরিকল্পনা করেছিল। কিন্তু ভিসা সমস্যা হওয়ায় তা আর সম্ভব হয়নি। বাতিল করতে হয় প্রস্তুিত শিবির। তবে অবশেষে ভিসা সমস্যা মিটে যাওয়া পাক শিবিরে স্বস্তি।
প্রসঙ্গত, বুধবার ভারতে আসছে পাকিস্তান দল। ৫ অক্টোবর বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। ২৯ তারিখ হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ পাকিস্তানের। আর ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে বাবররা।