TRENDING:

ODI World Cup 2023: মিটে গেল ভিসা সমস্যা, ভারতে বিশ্বকাপ খেলতে আসা নিয়ে কোনও বাধা থাকল না পাকিস্তানের

Last Updated:

ODI World Cup 2023: অবশেষে ভারতে বিশ্বকাপ খেলতে আসা নিয়ে আর কোনও সমস্যা থাকল না পাকিস্তান ক্রিকেট দলের। মিটে গেল বাবর আজম, শাহিন আফ্রিদিদের ভিসা সমস্যা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অবশেষে ভারতে বিশ্বকাপ খেলতে আসা নিয়ে আর কোনও সমস্যা থাকল না পাকিস্তান ক্রিকেট দলের। মিটে গেল বাবর আজম, শাহিন আফ্রিদিদের ভিসা সমস্যা। সোমবার বিসিসিআইয়ের তরফ থেকে নিশ্চিৎ করা হয়েছে পাক দলের ভিসা সমস্যা মিটে গিয়েছে। সোমবার রাতে পাকিস্তান দলকে ভিসার অনুমোদন দিয়েছে ভারত সরকার। মঙ্গলবার ভিসা পেয়ে যাবে বাবর আজমের দল।
advertisement

বুধবার ভারতে আসার কথা পাকিস্তান দলের। কিন্তু সোমবার বেলা পর্যন্ত ভিসা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাক দলের ভিসা নিয়ে জট বেশ কিছু দিন ধরেই চলছিল। সোমবার বাধ্য হয়ে সরাসরি আইসিসির কাছে লিখিত অভিযোগও করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসির কাছে অভিযোগ দায়ের করার পরই পাকিস্তানের ভিসার সমস্যা মিটেছে বলে সূত্রের খবর।

advertisement

ওডিআই বিশ্বকাপের অন্যান্য সব দল ভিসা পেলেও শুধু মাত্র পাকিস্তানের ভিসাই আটকে ছিল। যার ফলে প্রস্তুতি শিবির সারতেও বাবরদের সমস্যায় পড়তে হয় বলে খবর। কারণ ভারতে আসার আগে দুবাইতে পাক দল প্রস্তুতি সারার পরিকল্পনা করেছিল। কিন্তু ভিসা সমস্যা হওয়ায় তা আর সম্ভব হয়নি। বাতিল করতে হয় প্রস্তুিত শিবির। তবে অবশেষে ভিসা সমস্যা মিটে যাওয়া পাক শিবিরে স্বস্তি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, বুধবার ভারতে আসছে পাকিস্তান দল। ৫ অক্টোবর বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। ২৯ তারিখ হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ পাকিস্তানের। আর ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে বাবররা।

বাংলা খবর/ খবর/খেলা/
ODI World Cup 2023: মিটে গেল ভিসা সমস্যা, ভারতে বিশ্বকাপ খেলতে আসা নিয়ে কোনও বাধা থাকল না পাকিস্তানের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল