শেষ পর্যন্ত লড়াইয়ে জয়ী হয় পঞ্জাব কিংস। ইংলিশ তারকাকে দলে নিতে তারা খরচ করে ১৮ কোটি টাকা! যা যা আইপিএলের ইতিহাসে ভারতীয় ও বিদেশি মিলিয়ে সর্বোচ্চ পারিশ্রমিক। কিন্তু এত পারিশ্রমিকের প্রতিদান দিতে পারছেন না কারেন! এখন পর্যন্ত আইপিএলের ৬ ম্যাচে স্রেফ ৫ উইকেট নিয়েছেন কারেন। ওভারপ্রতি দিয়েছেন ৮.১৯ রান!
এছাড়া ব্যাট হাতে ৬ ইনিংসে তার সংগ্রহ মাত্র ৮৭ রান; স্ট্রাইকরেট মাত্র ১১৭.৫৬। চোটের কারণে মূল অধিনায়ক শিখর ধাওয়ানের অনুপস্থিতিতে সবশেষ দুই ম্যাচে পঞ্জাবকে নেতৃত্বও দেন কারেন। ব্যাঙ্গালোরের বিপক্ষে সর্বশেষ ম্যাচে কারেনের আউট হওয়ার ধরন দেখে চটেছেন ভারতের প্রাক্তন বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ।
advertisement
বৃহস্পতিবার কারেনের রান-আউট দেখে মনে হয়েছে যেন ইচ্ছে করেই আউট হয়েছেন! বীরু বলেন, সে একজন আন্তর্জাতিক ক্রিকেটার। কিন্তু ১৮ কোটি টাকায় অভিজ্ঞতা কেনা যায় না! ম্যাচ খেললেই শুধু অভিজ্ঞতা বাড়ে। রোদের মধ্যে দিনের পর দিন খেলতে খেলতে যখন চুল পেকে যায়, তখন অভিজ্ঞতা আসে। আমরা স্রেফ মনে করি যে, ১৮ কোটি টাকায় তাকে কেনা হয়েছে মানেই সে ম্যাচের পর ম্যাচ জেতাবে।
তবে তার তো অভিজ্ঞতা ততটা নেই। খুব বাজে রানিং ছিল এটি। কোনো দরকারই ছিল না এটার। দলের অধিনায়ক হিসেবে তার প্রয়োজন ছিল উইকেটে থাকা, শেষ পর্যন্ত দলকে টেনে নেওয়া। স্যাম কারানের মধ্যে ম্যাচ জেতানোর ক্ষমতা আছে মানছেন সেহওয়াগ। কিন্তু তাকে ছন্দে ফেরাতে পঞ্জাব দলের কোচ এবং সাপোর্ট স্টাফদের পরিশ্রম করতে হবে মনে করেন বীরু।
পাশাপাশি ইংলিশ তারকা কারান যখন এত টাকা নিচ্ছেন তখন তার আরও দলের প্রতি দায়িত্ব থাকা উচিত জানিয়েছেন সেহওয়াগ। যাকে তাকে অনেক টাকা দিলেই সেরা খেলা পাওয়া যায় না বলছেন বীরু।