রাতের অনুষ্ঠানে দুই দলের ক্রিকেটার একে অপরের সঙ্গে মজা করছিলেন। তখন হঠাৎ করেই শোয়েবের মাথায় ভূত চাপে তিনি নাকি সচিনকে কোলে তুলবেন। বীরু জানান তখন তারা প্রত্যেকেই চুটিয়ে ক্রিকেট খেলছেন। সচিনের উচ্চতা কম হলেও ওজন বেশ অনেকটাই ছিল। শোয়েব ভেবেছিলেন সহজেই তুলে ফেলবেন সচিনকে। চেষ্টা করেন। তারপর দুজনেই মাটিতে পড়ে যান।
advertisement
আরও পড়ুন - মন্দিরে গেলেই ফিরছে ফর্ম, আজব কান্ড! রাহুলের কামব্যাকে 'ভগবান এফেক্ট' দেখছেন ভক্তরা
কেউ অবশ্য চোট আঘাত পাননি। কিন্তু শোয়েবকে ভয় পাইয়ে দেওয়ার জন্য সেহওয়াগ বলেন, এবার দেখ তোমার অবস্থা কী হয়। তুমি আমাদের সেরা ক্রিকেটারকে ফেলে দিয়েছ। বিসিসিআই এবার পাকিস্তান বোর্ডকে জানাবে। তারপর তুমি সাসপেন্ড হবে। তোমার ক্যারিয়ার শেষ। ভারতে বিজ্ঞাপন এবং অন্যান্য রোজগার বন্ধ হয়ে যাবে তোমার।
এতে নাকি ভয় পেয়ে যান পাকিস্তানের তারকা পেসার। সচিনের পেছনে পেছনে ঘুরতে থাকেন আর বলতে থাকেন, ভাইজান কাউকে দয়া করে কিছু বলো না। আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি। বীরু জানিয়েছেন সচিন এবং তার এখনও দেখা হলে ওই ঘটনার কথা মনে করে হাসাহাসি চলে। সেহওয়াগ মনে করেন শোয়েব এমনিতে মানুষ হিসেবে ভাল।
কিন্তু ক্যামেরার সামনে তিনি অতিরিক্ত বাড়িয়ে কথা বলেন। মাঝে মাঝে ঘটেনি এমন ঘটনাও বলে দেন। তবে তাদের দুজনের বোঝাপড়া এবং বন্ধুত্ব অনেক পুরনো। এমনকি দুজনে ক্রিকেটের অনেক রোজগারের ক্ষেত্রেও একে অপরকে সাহায্য করেন।
সেহওয়াগ জানিয়েছেন শোয়েব এতটাই শক্তিশালী তার থেকে দূরে দাঁড়িয়ে কথা বলা পছন্দ করেন অর্ধেক ক্রিকেটার। এমনকি আফ্রিদিকে জড়িয়ে ধরেও একবার দম বন্ধ করে দিয়েছিলেন তিনি। একইভাবে হরভজন এবং যুবরাজের সঙ্গেও বেশ কয়েকবার মজা করে কুস্তি করেছেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার।