TRENDING:

এবার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে মুখ খুললেন ভারতীয় তারকা, কী জানালেন তিনি

Last Updated:

Asia Cup 2025: ইংল্যান্ড সিরিজের অন্যতম আলোচিত বিষয় ছিল ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, বিশেষ করে পেসার জাসপ্রীত বুমরাহকে ঘিরে। ফিট থাকা সত্ত্বেও তাঁকে কেবল তিনটি টেস্টে খেলানো হয়—প্রথম, তৃতীয় ও চতুর্থ ম্যাচে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারতের সাম্প্রতিক ইংল্যান্ড সফর ক্রিকেটপ্রেমীদের মনে দীর্ঘদিন জায়গা করে নেবে। শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় দল পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত লড়াই করে ২-২ ব্যবধানে সিরিজটি ড্র করে। বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিনের অবসরের পরও তরুণদের পারফরম্যান্সে ভারতের টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ যে উজ্জ্বল, তা এই সফরে প্রমাণিত হয়েছে।
News18
News18
advertisement

তবে সিরিজের অন্যতম আলোচিত বিষয় ছিল ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, বিশেষ করে পেসার জাসপ্রীত বুমরাহকে ঘিরে। ফিট থাকা সত্ত্বেও তাঁকে কেবল তিনটি টেস্টে খেলানো হয়—প্রথম, তৃতীয় ও চতুর্থ ম্যাচে। সিরিজে পিছিয়ে থাকার পরও ওভালে পঞ্চম ও গুরুত্বপূর্ণ টেস্টে তাঁকে না খেলানোয় বিতর্ক শুরু হয়। অন্যদিকে, মহম্মদ সিরাজ সিরিজের সবকটি ম্যাচে অংশ নেন।

advertisement

এই প্রসঙ্গে ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ নিজের মতামত দেন। তিনি বলেন, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ফাস্ট বোলারদের জন্য অত্যন্ত জরুরি হলেও ব্যাটসম্যানদের ক্ষেত্রে ততটা প্রয়োজন নেই। সেহওয়াগের মতে, ফাস্ট বোলারদের যদি সঠিকভাবে পরিচালনা করা যায়, তবে তারা দীর্ঘ সময় খেলার পাশাপাশি বড় টুর্নামেন্টে দলের সাফল্যে বড় ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুনঃ Mohammed Shami: এশিয়া কাপের আগে ‘বোমা’ ফাটালেন শামি! বড় কথা বলে দিলেন তারকা পেসার

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বুমরাহের ফিটনেস ও ওয়ার্কলোড নিয়ে জল্পনার মধ্যেই তাঁর এশিয়া কাপ অংশগ্রহণ নিয়ে প্রশ্ন ওঠে। তবে সেই জল্পনার অবসান ঘটে যখন ভারতীয় বোর্ড তাঁকে ১৫ সদস্যের মূল দলে অন্তর্ভুক্ত করে। ফলে বোঝা যাচ্ছে, বুমরাহকে নিয়ে দল পরিকল্পনামাফিক এগোচ্ছে, যার লক্ষ্য বড় টুর্নামেন্টে তাঁর সেরা পারফরম্যান্স নিশ্চিত করা।

বাংলা খবর/ খবর/খেলা/
এবার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে মুখ খুললেন ভারতীয় তারকা, কী জানালেন তিনি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল