TRENDING:

Sehwag on Hasan Ali : হাসান আলির ওপর পাকিস্তানি জনগণের ক্ষোভে কিছু ভুল দেখছেন না সেহওয়াগ

Last Updated:

Virender Sehwag believes Pakistani supporters blaming Hasan Ali for the loss is justified . সেহওয়াগ বলেছেন পাকিস্তানি জনগণের হাসান আলির প্রতি ক্ষোভটা যৌক্তিক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: যেভাবে পুরো টুর্ণামেন্টে ক্রিকেট খেলেছিল পাকিস্তান, তাতে বিশ্বকাপটা যদি তাদের দেশে যেত, কিছু বলার থাকত না। কিন্তু মহান অনিশ্চয়তার খেলা ক্রিকেট বড় নির্দয়। যেমন দেয়, তেমন কেড়ে নেয়। পাকিস্তানে এই মুহূর্তে গণশত্রু হাসান আলি। একটা ক্যাচ যেন মুহূর্তে ম্লান করে দিয়েছে অতীতের গৌরবময় পারফরম্যান্সকে। পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পেছনে দায় চাপানো হচ্ছে পেসার হাসান আলির ওপর।
পাকিস্তানের গণশত্রু হাসান আলির ওপর রাগ অযৌক্তিক নয় বলছেন বীরু
পাকিস্তানের গণশত্রু হাসান আলির ওপর রাগ অযৌক্তিক নয় বলছেন বীরু
advertisement

আরও পড়ুন - Pietersen T20 final prediction : অস্ট্রেলিয়া নাকি নিউজিল্যান্ড, ফাইনালে চ্যাম্পিয়ন হবে কোন দল? বলে দিলেন পিটারসেন

বল হাতে বেদম মার খাওয়ার পর ১৯তম ওভারে শাহিন আফ্রিদির বলে তিনি ম্যাথু ওয়েডের ক্যাচ ছাড়েন। পরের তিন বলে তিন ছক্কা মেরে পাকিস্তানের বিদায় নিশ্চিত করেন অজি উইকেটকিপার ব্যাটসম্যান। সেই ম্যাচের পর দুদিন কেটে গেলেও হাসান আলির মুণ্ডুপাত করে যাচ্ছেন পাকিস্তানের সমর্থকেরা। বীরেন্দ্র সেহওয়াগ মনে করেন, সমর্থকদের এই ক্ষোভ যথেষ্ট যৌক্তিক।

advertisement

ভারতের প্রাক্তন বিধ্বংসী ওপেনার সেহওয়াগ বলেছেন, 'পরাজিত হলে যে কেউই সাধারণত এমন আচরণই করে থাকে। সুতরাং, পাকিস্তানি সমর্থকেরাও হাসান আলিকে দোষারোপ করবে। ক্যাচটা মিস হওয়ার পর ওয়েড তিন বলে তিনটি ছক্কা হাকায় এবং অস্ট্রেলিয়াকে ম্যাচ জিতিয়ে দেয়। আমার মনে হয় পাকিস্তানি জনগণের হাসান আলির প্রতি ক্ষোভটা যৌক্তিক। কিন্তু দিনের শেষে এই পাকিস্তান দলই যখন জিতছিল, তখন সবাই তাদের সমর্থন করছিল। তাই তারা যদি পরাজিত হয়, তাহলেও তাদের একইভাবে সমর্থন করাটাই কাম্য।'

advertisement

পাকিস্তানের ক্রিকেটাঙ্গনের অনেকেই অবশ্য হাসান আলির পাশে দাঁড়িয়েছেন। হাসান ক্যাচটা না ফেললে অন্য কিছু হতেও পারত, নাও হতে পারত। পাকিস্তান অধিনায়ক বাবর আজম নিজেও ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাসান আলির দিকে আঙুল তুলেছিলেন। তবে পরবর্তীতে তিনি দলের মধ্যে একতা বজায় রেখে কাউকে দোষারোপ না করার বার্তা দেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ফেভারিট হিসেবে নক আউটে প্রবেশ করলেও পাকিস্তানের এই পরাজয় নিঃসন্দেহে বাবর আজম, তার দল এবং পুরো পাকিস্তান সহজে ভুলতে পারবে না। প্রাক্তন পাকিস্তান কিংবদন্তি তারকা ওয়াসিম আক্রম পর্যন্ত পাশে দাঁড়িয়েছিলেন হাসানের। ক্রিকেট জীবনে একজন খেলোয়াড়ের এই ওঠা পড়ার মধ্যে দিয়ে যেতে হয় বলেছিলেন আক্রম।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Sehwag on Hasan Ali : হাসান আলির ওপর পাকিস্তানি জনগণের ক্ষোভে কিছু ভুল দেখছেন না সেহওয়াগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল