সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। উল্লেখ্য, শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪ মার্চ শুরু টেস্ট সিরিজ। আর প্রথম টেস্টই বিরাটের কাছে হতে চলেছে স্মরণীয়। ভিকে’র কেরিয়ারের শততম টেস্টে অবশ্য দর্শক থাকবে না গ্যালারিতে। কোভিডের কারণে ফাঁকা গ্যালারিতে প্রথম টেস্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে খেলেননি বিরাট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ খেলেই নিয়েছিলেন বিশ্রাম। সেই থেকে মোট চারটি ম্যাচ জাতীয় দলের বাইরে তিনি।
advertisement
ফলে তরতাজা হয়েই মাইলস্টোন ম্যাচে নামবেন কোহলি। মরিয়া থাকবেন বড় রান পেতে। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শেষ শতরান এসেছিল ২০১৯ সালের নভেম্বরে। কেরিয়ারে কখনও এত লম্বা সময় সেঞ্চুরিহীন থাকেননি তিনি। শততম ম্যাচে তাই বিরাটের ব্যাটে তিন অঙ্কের রান দেখার আশায় ভক্তরা। বিরাট কোহলি ছাড়াও ঋষভ পন্থ, রবি অশ্বিন, উমেশ যাদব, হনুমা বিহারী, কে এস ভরতরা পৌঁছে গিয়েছেন মোহালিতে।
আজ অর্থাৎ সোমবার পৌঁছে যাবেন রোহিত শর্মা সহ বাকিরা। অনেকেই মন্তব্য করেছিলেন অধিনায়কত্ব চলে যাওয়ার পর বিরাট কোহলি ব্যাট হাতে নিজের সেরাটা দেবেন কিনা? রোহিত শর্মা স্বয়ং জানিয়েছেন ভারতের তিনটি ফরম্যাটেই বিরাট কোহলির গুরুত্ব যেমন ছিল, তেমনই থাকবে। দলের অবিচ্ছেদ্য অঙ্গ তিনি।