বিরাট কোহলির অফ ফর্ম নিয়ে এখন চারপাশে অনেক কথা হচ্ছে। তিনি এখন আর কোনও দলের অধিনায়ক নন। ফলে চাপমুক্ত হয়ে খেলতে পারছেন। তবুও রান পাচ্ছেন না। এক কথায় বললে, মাঠে বিরাট কোহলির অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। আগের সেই বিরাট কোহলি অনুপস্থিত যেন!
আরও পড়ুন- বিরাট কোহলির শরীরে সজোরে লাগল বল! কী 'কাণ্ড' করলেন এই বোলার!
advertisement
বিরাট কোহলি মানেই আগ্রাসন। অধিনায়ক কোহলির আগ্রাসন নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। অনেক প্রাক্তন ক্রিকেটার বলেছেন, বিরাট কোহলি মাঠে একটু বেশিই আগ্রাসী। তাঁর সংযত হওয়া প্রয়োজন। বিরাট কোহলি সেসব কথা কানে তোলেননি। তিনি নিজের মতোই থেকেছেন। তবে ক্যাপ্টেন্সি ছাড়ার পর কোহলিকে ততটা আগ্রাসী এখন আর দেখা যায় না। তবুও বুধবার বিরাটের আচরণ নিয়ে ফের প্রশ্ন উঠ।
চেন্নাই সুপার কিংসের সমর্থকরা কোহলির নিয়ে আচরণ নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন। এম এস ধোনি আউট হতেই বিরাট কোহলি যা করলেন তা নিয়ে প্রশ্ন উঠে গেল আবার।
বুধবার পুণেতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে এম এস ধোনি আউট হতেই অশ্লীল শব্দোচ্চারণ করে ফেলেন কোহলি। তিনি ম্যাচে অনেক বেশি নিবিড় হয়ে থাকেন। সেটা বরাবরই। তাই ম্যাচের যে কোনও সময় বিরাট কোহলিকে আগ্রাসী হিসেবে দেখা যায়।
আরও পড়ুন- ম্যাচের মাঝে লাভ স্টোরি! আরসিবির ভক্ত প্রেমিককে মাঠেই প্রোপোজ মহিলা সমর্থকের
এদিন চেন্নাইয়ের ইনিংসের ১৮.১ ওভারে হ্যাজেলডের বলে রজতের হাতে ক্যাচ দেন এম এস ধোনি। সিএসকে ক্যাপ্টেন আউট হতেই আগ্রাসী ভঙ্গিতে সেলিব্রেট করেন কোহলি। তার পরই বিরাটের আচরণ নিয়ে প্রশ্ন উঠে যায়। অনেকেই বলেন, একটা সময় ধোনির ছত্রছায়ায় থাকতেন কোহলি। তাই ধোনি আউট হতে এমন আচরণ করা তাঁর উচিত হয়নি। এই নিয়ে অনেকে ক্ষোভপ্রকাশও করেছেন।