ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে হৃদয়বিদারক সেই ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। যেখানে দেখা গিয়েছে উইনিং শটের উল্লাসে মেতেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। তখন বিধ্বস্ত বিরাট কোহলি উইকেটের দিকে হতাশার সঙ্গে এগিয়ে গিয়ে টুপি দিয়ে একে একে বেলগুলি ফেলে দিচ্ছেন। কোহলির আচরণে স্বপ্নভঙ্গের যন্ত্রণা স্পষ্ট বোঝা গিয়েছে।
বিরাট কোহলির এই ভিডিও নেট দুনিয়ায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। নেটিজেনদের মন ছুয়ে যায় কোহলির দুঃখ। ভিডিও দেখে এক এক জন নানারকম মন্তব্যও করেন। এক জন লেখেন,’অত্যন্ত হৃদয়বিদারক ছবি।’ অপর এক নেটিজেন লেখেন,’আমি বিরাটের বেদনা অনুভব করতে পাচ্ছি।’
advertisement
আরও পড়ুনঃ নতুন বছরে ৫ ভারতীয় ক্রিকেটারের অবসর! তালিকায় সব চমকে দেওয়া নাম
প্রসঙ্গত, বিশ্বকাপে সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন বিরাট কোহলি। ১১ ইনিংস খেলে ৭৬৫ রান করেছিলেন বিরাট কোহলি। গড় ছিল ৯৫.৬২। স্ট্রাইক রেট ৯০.৩১। কোহলির ঝুলিতে ছিল ৩টি শতরান ও ৬টি অর্ধশতরান। নিজের সেরাটা দেওয়ার পরও বিশ্বকাপ না জিততে পারার আক্ষেপ ধরা পড়েছে এই ভিডিওতে।