বিরাট কোহলি বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। বুধবার রাতে ভারতীয় দল পার্থে পৌঁছায় এবং বৃহস্পতিবার সকালে (১৬ অক্টোবর) কোহলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্ট করেন। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। তিনি লেখেন, “The only time you truly fail, is when you decide to give up” — অর্থাৎ, “তুমি তখনই সত্যিই ব্যর্থ হও, যখন হাল ছেড়ে দাও।”
advertisement
এই টুইটের পর থেকেই ভক্ত ও ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা শুরু হয় যে, কোহলি কি ওয়ানডে ক্রিকেট থেকেও অবসর নিতে চলেছেন? তিনি শেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন ৯ মার্চ ২০২৫ সালে, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচে তিনি মাত্র ১ রান করেছিলেন। বর্তমানে তিনি ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হতে মাত্র ৫৪ রান দূরে রয়েছেন, ফলে এই সিরিজে তিনি একাধিক রেকর্ড গড়তে পারেন।
তবে কোহলির এই পোস্ট অনেকেই ভিন্নভাবে নিচ্ছেন। কেউ বলছেন, এটি হয়তো তার সমালোচকদের উদ্দেশে, যারা তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলছেন। আবার কেউ মনে করছেন, এটা ভবিষ্যতের অবসরের ইঙ্গিত। এমনকি কেউ কেউ মনে করছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজই হতে পারে তার শেষ ওয়ানডে সিরিজ।
আরও পড়ুনঃ IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে ভারতের চিন্তা বাড়াচ্ছে একটি বিষয়! জেনে নিন বিস্তারিত
উল্লেখ্য, কোহলি এর আগেই দুটি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। তিনি ২৯ জুন ২০২৪ তারিখে ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেন। সেই ম্যাচে তিনি ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচসেরা ইনিংস খেলেন। এরপর ১২ মে ২০২৫ তারিখে টেস্ট ক্রিকেট থেকেও অবসর নেন।