বিরাট কোহলি এপ্রিল ২০২১-এ ICC-এর নম্বর ওয়ান ব্যাটসম্যান ছিলেন। কিন্তু পাকিস্তানের বাবর আজম তখন তাঁকে সরিয়ে শীর্ষস্থান দখল করেছিলেন। তখন থেকে কিং কোহলি আর কখনও একদিনের ব্যাটসম্যানদের তালিকায় প্রথম স্থান পেতে পারেননি। ৩৭ বছর বয়সী কোহলিকে তিন ম্যাচে ৩০২ রান করার জন্য সিরিজের সেরা খেলোয়াড় হিসেবে বেছে নেওয়া হয়েছে।
রোহিত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ১৪৬ রান করে র্যাঙ্কিং-এর শীর্ষে নিজের অবস্থান অটুট রেখেছেন। কোহলি বিশাখাপত্তনমে সিরিজের শেষ ম্যাচে অপরাজিত ৬৫ রানের ইনিংসের সুবাদে রোহিতের থেকে মাত্র আট রেটিং পয়েন্ট পিছনে রয়েছেন। রোহিতের ৭৮১ এবং কোহলির ৭৭৩ পয়েন্ট রয়েছে।
advertisement
শুভমান গিল আহত থাকার কারণে তিন ম্যাচের সিরিজে খেলতে না পারলেও র্যাঙ্কিংয়ে তিনি পঞ্চম স্থানে রয়েছেন। তাঁর অনুপস্থিতিতে দলের নেতৃত্ব নেওয়া লোকেশ রাহুল দুটি ধাপ উন্নতি করে ১২তম স্থানে অবস্থান করছেন।
আরও পড়ুন- চরম অন্যায়! দলে নির্বাচন করেনি কোচ, বেধড়ক মার দিল ক্রিকেটার, মাথায় পড়ল ২০ টি স্টিচ
স্পিনার কুলদীপ যাদব বোলারদের তালিকায় তিন ধাপ উন্নতি করে তৃতীয় স্থানে চলে এসেছেন। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডিকক (তিন ধাপ এগিয়ে ১৩তম স্থানে), এডেন মার্করাম (চার ধাপ এগিয়ে ২৫তম স্থানে) এবং টেম্বা বাভুমা (তিন ধাপ এগিয়ে ৩৭তম স্থানে) র্যাঙ্কিংয়ে সুবিধা পেয়েছেন।
