কোহলির রেস্তোরাঁ ওয়ান এইট। সেটি মুম্বইয়ের জুহুতে। এমনিতে ওই এলাকায় এই রেস্তোরাঁ বেশ জনপ্রিয়। তবে এবার সেই রেস্তোরাঁ বিতর্কে জড়াল। তামিলনাড়ুর ওই ব্যক্তি জানালেন, তিনি ভারতীয় পোশাক পরে গিয়েছিলেন বলে তাঁকে ওয়ান এইট-এ ঢুকতে দেওয়া হয়নি।
আরও পড়ুন- IPL 2024 Auction-এ ৫ ভারতীয় তারকা পেতে পারেন রেকর্ড টাকা, দেখে নিন তালিকায় কারা
advertisement
বিরাট কোহলির রেস্তোরাঁর বাইরে থাকা নিরাপত্তাকর্মীরা ওই ব্যক্তির সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ। বিনীত কে দাবি করেছেন, তিনি তামিলনাড়ুর প্রথাগত পোশাক ধুতি পরে কোহলির রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। কিন্তু তাঁকে ঢুকতেই দেওয়া হয়নি।
বিনীত বলেছেন, এই ঘটনা আমাকে খুব দুঃখ দিয়েছে। আমাকে বলা হল, আমি নাকি ঠিকঠাক পোশাক পরে আসিনি। আমি কোহলির বড় ভক্ত। ওর রেস্তোরাঁয় খেতে যাওয়ার ইচ্ছে ছিল। ধুতি পরে গিয়েছিলাম। কিন্তু আমাকে ঢুকতে দেওয়া হয়নি।
আরও পড়ুন- লখনউ থেকে এসেই খেলা শুরু নাকি গম্ভীরের, তারকা ওপেনার এবার আসবেন নাইট শিবিরে
এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলেছে। অনেকে দাবি করেছেন, কোহলির রেস্তোরাঁয় এমন নীতিপুলিশি ঠিক হয়নি। কেউ আবার বলছেন, এসব ব্যাপারে কোহলি নিশ্চয়ই কিছু জানেন না। অনেকে আবার কোহলিকে এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করতে বলেছেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F