TRENDING:

‘আমি ওঁর সবচেয়ে বড় ফ্যান...,’ সিনেমায় প্লেব্যাক থেকে অরিজিতের অবসর ঘোষণার মাঝেই বিরাটের এই পুরনো পোস্ট ভাইরাল !

Last Updated:

Virat Kohli on Arijit Singh: অরিজিতের ভক্তদের তালিকায় রয়েছেন বিরাট কোহলিও ৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর ২০১৬ সালে করা একটি পোস্ট এখন নতুন করে ভাইরাল ৷

advertisement
কলকাতা: হঠাৎই বড় ঘোষণা অরিজিৎ সিংয়ের। আর কোনও সিনেমায় প্লেব্যাক করবেন না তিনি।নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনি হঠাৎ সিনেমায় গান গাওয়া থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন। কেন এই সিদ্ধান্ত? তা অবশ্য এখনও স্পষ্ট নয় ৷ মঙ্গলবার সন্ধ্যায় অরিজিতের পোস্ট দেখে তাঁর দেশ-বিদেশে ছড়িয়ে থাকা কোটি কোটি ফ্যানরা স্পষ্টতই হতাশ ৷ অরিজিতের এই সিদ্ধান্ত যেন বিশ্বাসই হচ্ছে না তাঁদের ৷ অরিজিতের ভক্তদের তালিকায় রয়েছেন বিরাট কোহলিও ৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর ২০১৬ সালে করা একটি পোস্ট এখন নতুন করে ভাইরাল ৷ সেখানে বিরাট লিখেছেন, ‘‘আমি সম্ভবত অরিজিৎ সিংয়ের সবচেয়ে বড় ফ্যান ৷ ওঁর প্রতিভা আর আবেগপূর্ণ গলা আমাকে মুগ্ধ করে দিয়েছে। সত্যি বলতে, আমার কাছে শব্দ কম পড়ে যাচ্ছে।’’
অরিজিতের অবসর ঘোষণার মাঝেই বিরাটের পুরনো পোস্ট ভাইরাল !
অরিজিতের অবসর ঘোষণার মাঝেই বিরাটের পুরনো পোস্ট ভাইরাল !
advertisement

আরও পড়ুন– UGC Equity Regulations 2026 বিষয়টি কী? দেশ জুড়ে এটি নিয়ে হট্টগোল, কেন সোশ্যাল মিডিয়ায় উঠছে প্রতিবাদ জানুন বিশদে

মঙ্গলবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে অরিজিৎ লেখেন, “নতুন বছরের শুভেচ্ছা সকলকে। শ্রোতা হিসাবে এত বছর ধরে আমায় এত ভালবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, এ বার থেকে আমি আর প্লেব্যাক গায়ক হিসাবে কোনও কাজ করব না। আমি প্লেব্যাক গাওয়া বন্ধ করলাম।” অরিজিতের এই ঘোষণায় স্তম্ভিত তাঁর অনুরাগীরা। তবে ঠিক কী কারণে এই ঘোষণা করলেন গায়ক, তা এখনও স্পষ্ট নয়। সব শেষে তিনি লিখেছেন, “এই সফর সত্যিই সুন্দর ছিল।”

advertisement

আরও পড়ুন– ২৮ জানুয়ারি, ২০২৬ শুক্রের মীনে গোচরে উপকার হবে এই চার রাশির, জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

সেরা ভিডিও

আরও দেখুন
ক্রিকেট-ফুটবল নয়, মোবাইল থেকে শিশুদের সরাতে পুরুলিয়ায় এবার পিকেল বল
আরও দেখুন

ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অরিজিৎ আরও বলেন, “ঈশ্বর আমার প্রতি অত্যন্ত সদয় ছিলেন। আমি ভাল মিউজিকের অনুরাগী। ভবিষ্যতে একজন সামান্য শিল্পী হিসেবে আরও নতুন কিছু শেখার এবং ব্যক্তিগতভাবে কিছু করার চেষ্টা করব। আপনাদের সমর্থনের জন্য আবারও ধন্যবাদ। তবে আগের কিছু কাজ এখনও বাকি আছে, সেগুলো শেষ করব। তাই এই বছর হয়তো আমার আরও কিছু গান মুক্তি পেতে পারে। আমি স্পষ্ট করে দিতে চাই যে, গান তৈরি করা আমি বন্ধ করছি না।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
‘আমি ওঁর সবচেয়ে বড় ফ্যান...,’ সিনেমায় প্লেব্যাক থেকে অরিজিতের অবসর ঘোষণার মাঝেই বিরাটের এই পুরনো পোস্ট ভাইরাল !
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল