দিল্লি বনাম রেলওয়েজ ম্যাচে ১৫ বলে মাত্র ৬ রান করেন কোহলি। আগের বলে চার মারার পরেই হিমাংশু সাঙ্গওয়ানের বল কোহলির অফ স্ট্যাম্প উড়িয়ে দেয়।
আরও পড়ুন: KKR News: আর কোনও চিন্তা নেই! কেকেআরের ‘অধিনায়ক’-কে নিয়ে এল বড় সুখবর!
বৃহস্পতিবার শুরু হয়েছে দিল্লি বনাম রেলওয়েজ়ের ম্যাচ। ভোর থেকে লাইন দিয়ে মাঠে আসতে শুরু করেন প্রচুর দর্শক। বিনামূল্যে কোহলিকে দেখার সুযোগ ছাড়তে চাননি কেউ। কোহলি রঞ্জি খেলায় প্রতিযোগিতার আকর্ষণ বেড়ে গিয়েছিল। সকলের আগ্রহ ছিল এই ম্যাচ নিয়ে। প্রথম দিন ফিল্ডিং করে দিল্লি। ফলে কোহলির ব্যাটিং দেখা যায়নি। শুক্রবার সকালে যশ ঢুল আউট হতেই মাঠে নামেন তিনি। কিন্তু মাত্র ১৫ বলেই শেষ তাঁর রঞ্জি প্রত্যাবর্তনের ইনিংস।
advertisement
আরও পড়ুন: কেরিয়ারের শেষ ম্যাচ খেলছেন টিম ইন্ডিয়ার মহাতারকা, নিয়ে ফেলেছেন চূড়ান্ত সিদ্ধান্ত
হিমাংশু সাংওয়ানের বলে বোল্ড হন কোহলি। আউট হওয়ার আগের বলটিতে চার মেরেছিলেন তিনি। ফুল লেংথ বল ছিল অফ স্টাম্পের বাইরে। কোহলি একটু এগিয়ে এসে স্ট্রেট ড্রাইভ মারেন। কিন্তু, পরের বলেই শেষ ইনিংস। প্রায় একই রকমের বল করেছিলেন হিমাংশু। এ বারের বলটি স্টাম্পে ছিল। কোহলি গিয়েছিলেন ড্রাইভ করতে। কিন্তু ভুল করলেন আগের বলের মতো এগিয়ে না এসে। জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে কোহলির ব্যাট এবং পায়ের মাঝে ফাঁক তৈরি হয়। সেখান দিয়েই বল ঢুকে ছিটকে দেয় অফ স্টাম্প।