ব্যাটারের টেকনিক, ধৈর্য, পরিস্থিতি অনুসারে খেলার ক্ষমতা, ম্যাচের বিভিন্ন পর্যায়ে খেলার ধরন বদলানো— সবকিছুই চ্যালেঞ্জের মুখে পড়ে। আর এই ফরম্যাট সব সময়ই আমার থেকে সেরাটা বের করে এনেছে। এই ঘরানার চ্যালেঞ্জকে উপভোগ করি আমি। দলকে জেতানোর লক্ষ্য নিয়ে পরিস্থিতি অনুসারে খেলতে ভালোবাসি।
ভিকে বলেছেন, পঞ্চাশ ওভারের ক্রিকেট আমাকে নিয়মিত পরীক্ষায় ফেলে। আর তাই ওডিআই খেলতে মজা পাই। উল্লেখ্য, এই ফরম্যাটে প্রথমে ব্যাট করে তাঁর গড় ৪৮। আর রান তাড়া করে গড় ৬৬। একদিনের ক্রিকেটে কোহলির শতরানের সংখ্যা ৪৬। তার মধ্যে পরে ব্যাট করে এসেছে ২৬টি, যা রেকর্ড। এদিকে, কোহলির উপর আস্থা রেখেছেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ।
advertisement
তিনি বলেছেন, গত বছর অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত খেলেছিল বিরাট। পাকিস্তানের বিরুদ্ধে একাই জিতিয়েছিল দলকে। সেই বিশ্বকাপের আগে ছিল এশিয়া কাপ। সেখানে আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছিল কোহলি। সেই আত্মবিশ্বাসই প্রতিফলিত হয়েছিল টি-২০ বিশ্বকাপে। এশিয়া কাপের আগে ছন্দে ছিল না ভিকে।
কিন্তু তারপর থেকে আর আটকানো যায়নি। বিরাট আশাবাদী এবারেও এশিয়া কাপে তিনি নিজের সেরা ছন্দে ব্যাট করবেন। দুদিন আগেই বিরাট কোহলিকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন পাকিস্তানের অলরাউন্ডার শাদাব খান। পাল্টা জবাবে বাজার গরম করা কথা বলছেন না কোহলি। শুনেছেন এবং হেসেছেন। বাকি লড়াইটা মাঠেই বুঝে নিতে চান।