#নয়াদিল্লি: জোড়া সেঞ্চুরিতে কোটলায় বড় রানের পথে ভারত। নতুন নজির তৈরি করে ঘরের মাঠে রাজা বিরাট। লঙ্কার নির্বিষ বোলিংয়ের উপর রোলার চালিয়ে প্রথম দিনের শেষে ভারত ৪ উইকেটে ৩৭১ ভারত।
ইডেন থেকে শুরু করে নাগপুর হয়ে কোটলা। ছবিটা বদলাল না। বদলাতে দিলেন না ভারতীয় ব্যাটসম্যানরা। ঘরের মাঠে অধিনায়কের ব্যাটিং বিক্রমে কোটলায় ফ্রন্টফুটে ভারত। অস্ট্রেলিয়ার পর এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয়বার টানা ৩ ইনিংসে সেঞ্চুরি বিরাটের। ১১তম শতরান করে ১৫৫ বিজয়ের ব্যাটে। ১৫৬ করে অপরাজিত কোহলি। ঢুকে পড়লেন ৫ হাজার রানের ক্লাবে।
advertisement
বিরাট নজির
---
- কেরিয়ারে দ্বিতীয়বার টানা ৩ ইনিংসে সেঞ্চুরি
- প্রথমবার নজির তৈরি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে
- টেস্ট ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে নজির
- দ্বিতীয় কনিষ্ঠতম ভারতীয় হিসেবে ৫ হাজার রান
- আগে রয়েছে সচিন তেন্ডুলকর
- ১১ তম ভারতীয় হিসেবে ৫ হাজারি ক্লাবে
- চতুর্থ দ্রুততম হিসেবে ৫ হাজার, আগে গাভাসকর, সচিন, সেহওয়াগ
টস জিতে ব্যাট নিতে দুবার ভাবেননি অধিনায়ক। সেট হয়েও ফিরলেন ধাওয়ান, পূজারা। দ্বিতীয় উইকেট পড়তেই কোটলায় বিজয়-বিরাটের ব্যাটিং বিক্রম। ২ জনের পার্টনারশিপে উঠল ২৮৩। তবে টপ অর্ডারের দাপটের দিনে ফের ব্যর্থ রাহানে। দিনের শেষে কোহলির সঙ্গে ক্রিজে রোহিত।