TRENDING:

Danish Kaneria On Virat Kohli: কোহলি বেয়াদপি করছেন, সৌরভ এসব সহ্য করবেন না, দাবি পাক ক্রিকেটারের

Last Updated:

Danish Kaneria: সুদূর পাকিস্তানে বসে তিনি ভারতীয় ক্রিকেটের অনেক খবরই পেয়ে গেলেন! কী করে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুদূর পাকিস্তানের করাচিতে বসে তিনি খবর পেয়ে যাচ্ছেন, ভারতের ক্রিকেটে কী চলছে! কী করে! তা কেউ জানে না। তবে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া এবার বিরাট কোহলির ব্যাপারে বড়সড় দাবি করে বসলেন।
advertisement

দানিশ কানেরিয়ার একটি ইউ টিউব চ্যানেল রয়েছে। সেখানে তিনি বেশিরভাগ সময় পাকিস্তান ক্রিকেট বোর্ডতে আক্রমণ করেন। তবে এবার তাঁর মাথা ব্যথা ভারতীয় ক্রিকেট নিয়ে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপর তাঁর অগাধ ভরসা। তবে কোহলির ব্যাপারে আচমকাই আচটপকা মন্তব্য করে বসলেন কানেরিয়া।

advertisement

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সময় অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পুজারা বিসিসিআই সচিব জয় শাহকে ফোন করে কোহলির ব্যাপারে নালিশ করেছিলেন। সম্প্রতি এমন খবর প্রকাশ পেয়েছিল। তবে বিসিসিআই জানিয়েছিল, কোনও ক্রিকেটার কোহলির নামে নালিশ করেননি। একটা সময় ম্যাচ ফিক্সিং কাণ্ডে নাম জড়ানো কানেরিয়া এবার বললেন, ক্যাপ্টেন হিসাবে বিরাট কোহলির ব্যবহার দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে। তাঁর এমন বেয়াদপি কিন্তু বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সহ্য করবেন না।

advertisement

সতীর্থদের প্রতি কোহলির ব্যবহার খারাপ হয়েছে। এই কথার কোনও প্রমাণ দিতে পারেননি কানেরিয়া। তবে তাঁর বিশ্বাস, সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। ফলে ড্রেসিং রুমের বাতাবরণ বোঝাটা তাঁর জন্য কঠিন ব্যাপার নয়।

advertisement

দানিশ কানেরিয়া দীর্ঘদিন ধরেই ক্রিকেটে ফিরতে চাইছেন। তবে পাকিস্তানের ক্রিকেট প্রশাসন তাঁকে আর সুযোগ দিচ্ছে না। তাই বারবার তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণেরও চেষ্টা করেছেন এর আগে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Danish Kaneria On Virat Kohli: কোহলি বেয়াদপি করছেন, সৌরভ এসব সহ্য করবেন না, দাবি পাক ক্রিকেটারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল