এক পডকাস্টে ক্লার্ক বলেন, “আমার মনে হয়, বিরাট কোহলি টেস্ট অবসর ভেঙে ফিরতে পারেন। যদি ভারত আগামী ইংল্যান্ড সফরে ৫ ম্যাচের টেস্ট সিরিজে ০-৫ ব্যবধানে হেরে যায়। তাহলে সমর্থকরা নিশ্চিতভাবে চাইবেন বিরাট যেন আবারও ফেরেন। যদি অধিনায়ক, নির্বাচক ও সমর্থকেরা তাঁর কামব্যাক চান, তবে সম্ভবত কোহলি সেই সিদ্ধান্ত নিতে পারেন। তিনি এখনও টেস্ট ক্রিকেটকে ভালোবাসেন, এবং তাঁর কথাতেই সেই আবেগ স্পষ্ট ফুটে ওঠে।”
advertisement
আইপিএলে আরসিবি প্রথমবারের মতো শিরোপা জয়ের পর কোহলি বলেছিলেন, তিনি এই জয়কে টেস্ট ক্রিকেটের তুলনায় পাঁচ ধাপ নিচে রাখবেন। ক্লার্ক বলেন, “রোহিত শর্মাও টেস্ট থেকে অবসর নিয়েছেন। আমি মনে করি, যেকোনো দলেই রোহিতের নেতৃত্বের অভাব অনুভূত হবে। সে একজন অসাধারণ অধিনায়ক ছিল। বিরাটের অবসরও অত্যন্ত দুঃখজনক। সে একজন চ্যাম্পিয়ন এবং টেস্ট ক্রিকেটে তার অভাব অনুভূত হবে।”
আরও পড়ুনঃ Ajinkya Rahane: আইপিএলের পরই দল ছাড়লেন রাহানে! ঠিক হয়ে গিয়েছে নতুন অধিনায়ক
উল্লেখ্য, বিরাট কোহলি গত মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। তিনি ১২৩টি টেস্ট ম্যাচ খেলে ৩০টি সেঞ্চুরি সহ মোট ৯২৩০ রান করেছেন। তাঁর এই অবসর ক্রিকেটবিশ্বে একপ্রকার শূন্যতা তৈরি করেছে। কোহলির অবসর বিশ্ব জুড়ে তাঁর কোটি কোটি ফ্যানেদেরও হতাশ করেছে। ইংল্যান্ডে ভারতের হার না চাইলেও কোহলি ফ্যানেরা মনে প্রাণে চান তাদের প্রিয় তারকার কামব্যাক।