TRENDING:

Virat Kohli in Ranji: ১২ বছর আগে শেষবার এই কাজ করেছিলেন কোহলি, তবে আদৌ করবেন কি, সন্দেহের কালো মেঘ তাঁকে ঘিরে

Last Updated:

Virat Kohli injury: BCCI-র কড়া নির্দেশিকার কোপ সকলের ওপরেই, চোট নিয়ে ঘাড়ে নাজেহাল বিরাট কী করবেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
: বিসিসিআইয়ের নতুন নিয়মাবলীর ফাঁসে এবার তারকা ক্রিকেটাররা৷  বিরাট কোহলি শেষবার ২০১২  সালে গাজিয়াবাদে উত্তরপ্রদেশের বিরুদ্ধে দিল্লির জার্সি গায়ে লাল বলে রনজি খেলেছিলেন৷
বিরাট কোহলিকে রাজকোটে সৌরাষ্ট্রের বিরুদ্ধে তাদের পরবর্তী রনজি ম্যাচ  খেলার জন্য দিল্লির ২২-সদস্যের অস্থায়ী স্কোয়াডে রাখা হয়েছে
বিরাট কোহলিকে রাজকোটে সৌরাষ্ট্রের বিরুদ্ধে তাদের পরবর্তী রনজি ম্যাচ  খেলার জন্য দিল্লির ২২-সদস্যের অস্থায়ী স্কোয়াডে রাখা হয়েছে
advertisement

তারকা ব্যাটার বিরাট কোহলিকে রাজকোটে সৌরাষ্ট্রের বিরুদ্ধে তাদের পরবর্তী রনজি ম্যাচ  খেলার জন্য দিল্লির ২২-সদস্যের অস্থায়ী স্কোয়াডে রাখা হয়েছে তবে তিনি জার্সি গায়ে কতটা মাঠে নামতে পারবেন তা নিয়ে ঘন কালো সন্দেহের মেঘ৷

আরও পড়ুন – Manu Bhaker Hilarious Video: ও কী কাণ্ড, ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার নেওয়ার আগে দ্রৌপদী মূর্মূর সামনে এ কী করলেন, ভাইরাল ভিডিও

advertisement

জানা গেছে যে কোহলি দিল্লি এবং ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) শীর্ষস্থানীয় কর্তাদের জানিয়েছিলেন যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ বর্ডার-গাভাস্কার ট্রফি টেস্টের সময়েই ঘাড়ের সমস্যায় পড়েন৷ সিডনিতে তার ঘাড়ের খিঁচুনি রয়েছে। সেই সময়ে তাঁকে ফিজিওর ট্রিটমেন্ট নিতে হয়েছিল৷  সেই চিকিৎসার পর তিনি কতটা সুস্থ হয়েছেন তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই৷  এখনও পর্যন্ত, ২৩ জানুয়ারি থেকে শুরু হতে চলা রনজি ম্যাচে তাঁকে পাওয়া যাবে কিনা তা ঘোর কালো সংশয়ের মেঘের আড়ালে৷

advertisement

তিনি খেলবেন নাকি মাত্র কয়েক দিনের প্রশিক্ষণের জন্য রাজকোটে উড়ে যাবেন তা ডিডিসিএ সভাপতি রোহন জেটলির কাছে তার অবস্থানের বিবরণ দেওয়ার পরেই পরিষ্কার হবে।

কোহলি শেষবার ২০১২ সালে গাজিয়াবাদে উত্তরপ্রদেশের বিরুদ্ধে দিল্লির হয়ে লাল বলের খেলা খেলেছিলেন। তার এক বছর পর, কিংবদন্তি সচিন তেন্ডুলকর লাহলিতে হরিয়ানার বিপক্ষে তার শেষ রনজি ট্রফি ম্যাচ খেলেছিলেন।

advertisement

ঝোড়ো উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ প্রায় সাত বছর পর রনজি ট্রফি খেলায় ফিরছেন তবে তিনি অধিনায়কত্ব অস্বীকার করেছেন, যার অর্থ আয়ুশ বাদোনি অধিনায়কের দায়িত্ব সামলাবেন৷

ঋষভ মনে করেন বর্তমান অধিনায়কের (বাদোনি) দলের নেতৃত্ব চালিয়ে যাওয়া উচিত। তিনি মনে করেন যে যেহেতু তিনি ধারাবাহিকভাবে দলে খেলতে পারবেন না, তাই নেতৃত্বের সঙ্গে বারবার বদল করা উচিত নয়,” DDCA শীর্ষ পরিষদের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে পিটিআইকে এই খবর দিয়েছেন৷

advertisement

বিসিসিআই সমস্ত কেন্দ্রীয়ভাবে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের জন্য ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক করেছে যদি না টুর্নামেন্ট না খেলার কোনও সঠিক ও  বাধ্যতামূলক কারণ থাকে।

বোর্ড সতর্ক করেছে যে ঘরোয়া টুর্নামেন্টে খেলতে অসম্মত হওয়ার কারণে ক্রিকেটারদের যে শাস্তিগুলি হতে পারে তার মধ্যে রয়েছে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার উপর নিষেধাজ্ঞা জারি করা৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আসন্ন রনজি খেলার জন্য ইতিমধ্যেই নিশ্চিত হওয়া বড় নামগুলির মধ্যে রয়েছেন যশস্বী জয়সওয়াল, যিনি মুম্বইয়ের হয়ে খেলবেন এবং শুভমান গিল পরের রাউন্ডে পঞ্জাবের নেতৃত্ব দেবেন৷

বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli in Ranji: ১২ বছর আগে শেষবার এই কাজ করেছিলেন কোহলি, তবে আদৌ করবেন কি, সন্দেহের কালো মেঘ তাঁকে ঘিরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল