TRENDING:

Bumrah on Virat Kohli: অধিনায়ক না থাকলেও বিরাটের উপস্থিতি দলের প্রেরণা, বলছেন বুমরাহ

Last Updated:

Virat Kohli is energy driven and always be inspiration says Bumrah. ড্রেসিংরুমে বিরাটের উপস্থিতি যথেষ্ঠ বলছেন বুমরাহ, অধিনায়ক না থাকলেও বিরাট অলিখিত নেতা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পার্ল: আগেও বলেছিলেন, আবারও বললেন। ভারতের টেস্ট অধিনায়ক পদ থেকে বিরাট কোহলি সরে দাঁড়ানোর পর কতটা ক্ষতি হবে ভারতীয় দলের? আদৌ কি ক্ষতি হবে? নাকি নতুন অধিনায়ক সব মানিয়ে নিতে পারবে? এর সঠিক উত্তর সময়ের কাছে রাখা আছে। জসপ্রীত বুমরাহ অবশ্য বিন্দাস আছেন। ভারতীয় পেসার বলেছেন, দেখুন, বিরাট কেন টেস্ট অধিনায়কত্ব ছেড়েছে সেটা বলার জন্য তো এখানে আসিনি। এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা শ্রদ্ধা করি।
ড্রেসিংরুমে বিরাটের উপস্থিতি যথেষ্ঠ বলছেন বুমরাহ
ড্রেসিংরুমে বিরাটের উপস্থিতি যথেষ্ঠ বলছেন বুমরাহ
advertisement

আরও পড়ুন - Virat Kohli : বিরাট কোহলির মতো দাড়ি পেতে চান? মেনে চলুন কয়েকটা টিপস

ওর শরীর এবং মনের ব্যাপারে ও-ই সব থেকে ভাল জানে। তবে বিরাটের অধীনে খেলতে পেরে আমি গর্বিত। টেস্টে অভিষেক হয়েছিল ওর অধীনেই। দলের মধ্যে আলাদা শক্তি নিয়ে আসে ও। আলাদা এনার্জি এবং ফিটনেস কালচার নিয়ে আসে। বরাবরই আমাদের দলের নেতা থাকবে এবং আশা করি ভবিষ্যতেও এভাবেই অবদান রেখে যাবে।

advertisement

আরও পড়ুন - The Best FIFA Football Awards 2021: কখন, কোথায় দেখবেন ফিফার বর্ষসেরা পুরস্কার, হাড্ডাহাড্ডি লড়াইয়ে কারা, রইল তালিকা

কখন কোহলি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত জানান সেই প্রসঙ্গে বুমরা বলেছেন, কেপ টাউনে হারের পর টিম মিটিংয়েই বিরাট আমাদের জানিয়ে দেয় যে, ও টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াচ্ছে। ওর নেতৃত্বকে আমরা সম্মান করি। দলের নেতা হিসাবে যা অর্জন করেছে তার জন্য ওকে আমরা অভিনন্দন জানিয়েছি। বুমরা আরও বলেন, অধিনায়ক না হলেও বিরাট আমাদের দলের নেতা থাকবে। ওর মতো মানসিক শক্তি ভারতীয় দলে প্রায় কারওর নেই।

advertisement

ভারতীয় ক্রিকেটে একটা বদল নিয়ে এসেছে ও। প্রত্যেকে এখন অনেক বেশি ফিট। আমাদের দলে ও-ই অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার। খেলার প্রতি ওর জ্ঞান বরাবর দলের কাজে লাগবে। তবে বুমরাহ এটাও স্পষ্ট জানিয়েছেন, নেতৃত্বের এই বদল সম্ভবত দলের পারফরম্যান্সে কোনও প্রভাব ফেলবে না। বুমরার কথায়, সবার কথা বলতে পারব না। তবে আমার কাছে এই ঘটনা কোনও প্রভাব ফেলবে না।

advertisement

আমরা প্রত্যেকে একে অপরকে কোনও না কোনও উপায়ে সাহায্য করার জন্য তৈরি। আমরা জানি যে প্রক্রিয়া মেনে এগোচ্ছি তাতে পরিবর্তন আসবেই। তাই আমার মনে হয় না বিরাট চলে যাওয়ায় কেউ কোনও সমস্যায় পড়বে। তিনি নিজে কখনও দলের অধিনায়ক হওয়ার ইচ্ছে পোষণ করেন? বুমরা জানালেন, দলকে নেতৃত্ব দিতে কোনও সমস্যা নেই তাঁর। বলেছেন, দলকে যেভাবে পারি সাহায্য করতে চাই। যদি কোনওদিন নেতৃত্ব দেওয়ার সুযোগ আসে তা হলে অবশ্যই সেটা নিয়ে ভাবব।

advertisement

কিন্তু নেতৃত্ব দেওয়ার জন্য কখনও ধাওয়া করব না। আমি নিজের কাজটা করতেই বেশি ভালোবাসি। তার জন্য আমাকে অধিনায়ক করতেই হবে এমন কোনও ব্যাপার নেই। দলের জয়ে অবদান রাখার থেকে বড় আমার কাছে কিছু নেই। আমার কাছে আসল হল দলকে জেতানো।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

স্ট্রাইক বোলার হিসেবে উইকেট তুলে নেওয়া। বিরাট কোহলির কাছ থেকে অনেক কিছু শিখেছি। এখনও চাইলেই ড্রেসিংরুমে ওর সাহায্য পাব। ওকে যা চিনি তাতে অধিনায়ক থাকা বা না থাকার প্রভাব ওর খেলায় পড়বে না।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Bumrah on Virat Kohli: অধিনায়ক না থাকলেও বিরাটের উপস্থিতি দলের প্রেরণা, বলছেন বুমরাহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল