আরসিবির হয়ে নিয়মিত ওপেন করছেন বিরাট, দুর্দান্ত ছন্দে রয়েছেন। ১০টি ম্যাচে ওপেনিং করে ৫০০ রান করে এই মুহূর্তে ওরেঞ্জ ক্যাপের তালিকায় সবার উপরে কোহলি। এর পরেই জল্পনা তৈরি হয়েছে, বিরাটই কি রোহিতের সঙ্গে ওপেন করবেন? বিশেষ করে যখন প্রথম ১৫ জনের দলে জায়গা পাননি শুভমান গিল এবং কেএল রাহুল। দেশের হয়ে এর আগেও আন্তর্জাতিক টি২০-তে ওপেন করেছেন বিরাট কোহলি। ৯টি ইনিংসে একটি শতরান এবং ২টি অর্ধ শতরান-সহ ৪০০ রান করেছেন। একমাত্র আন্তর্জাতিক শতরানও এসেছে ওপেনিং করেই।
advertisement
আরও পড়ুন: যৌন কেলেঙ্কারি বিতর্কে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার নাতিকে সাসপেন্ড করল দল
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে ওপেনার হিসাবে রোহিত শর্মা ছাড়াও রয়েছেন যশস্বী জয়সওয়াল। তাই ওপেনিং পজিশনে বিরাট কোহলির খেলা নিয়ে সামান্য অনিশ্চয়তা রয়েছেই। চলতি বছরের জানুয়ারি মাসেই দীর্ঘ বিরতির পরে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে ফিরে এসেছেন বিরাট কোহলি। আফগানিস্তানের বিরুদ্ধে দু’টি টি২০ ম্যাচে ২৯ এবং ০ রান করেছেন বিরাট। তার আগে অবশ্য ২০২২ সালের টি২০ বিশ্বকাপে সর্বোচ্চ রান স্কোরার এবং এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন বিরাট।
চলতি আইপিএলে অবশ্য শুধু রানই নয়, স্ট্রাইক রেটেও যথেষ্ট নজর দিয়েছেন বিরাট। এখনও পর্যন্ত ১০ ম্যাচে ৫০০ রান করেছেন ১৪৭.৪৯ স্ট্রাইক রেটে। তাই দেশের হয়েও ভক্তেরা কোহলিকে নিয়ে আশা করতেই পারেন।