আইপিএলে এটাই তাঁর প্রথম সেঞ্চুরি। সপ্তাহখানেক আগে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৫১ বলে ৯৪ রানে অপরাজিত ছিলেন তিনি। শতরানের দোরগোড়ায় পৌঁছেও থেমে যেতে হয়েছিল তাঁকে। সোমবার অবশ্য সেই আক্ষেপ মিটিয়েছেন দুরন্ত ইনিংসে। তারপরই প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা তাঁকে ভরিয়ে দিয়েছেন প্রশংসায়।
বিরাট কোহলি যেমন ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, সম্ভাবনা ছিলই। সেটাই পূর্ণ করল গিল। এবার আগামী প্রজন্মকে নেতৃত্ব দিক ও। গড ব্লেস ইউ। অতীতেও গিলের প্রশংসায় উচ্ছ্বসিত দেখিয়েছে ভিকে’কে। এবারও তার ব্যতিক্রম হল না। প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেওয়াগও একই সুরে গলা মিলিয়েছেন। তিনি বলেছেন, লাভ স্টোরি এবার বিবাহে পূর্ণতা পেল।
ও যেন অন্য পিচে ব্যাট করছিল। অন্য ব্যাটসম্যানরা ব্যাটে-বলে করতে সমস্যায় পড়লেও গিল সেই ব্র্যাকেটে পড়বে না। অনায়াসে বাউন্ডারি হাঁকাতে দেখলাম ওকে। দীর্ঘদিন ধরেই ওর প্রতিভার কথা বলে আসছি আমরা। এই বছরে গিল তার প্রতি সুবিচার করল। আগেই টি-২০ এবং টেস্টে শতরান হাঁকিয়েছিল। একদিনের ক্রিকেটে দ্বিশতরানও করেছিল।
এবার আইপিএলেও সেঞ্চুরির স্বাদও পেল ও। গিল নিজে অবশ্য উপভোগ করছেন কিংবদন্তি ক্রিকেটারদের প্রশংসা। তবে আপাতত শুধুমাত্র নিজের পারফরমেন্স নিয়ে ফোকাস ধরে রাখতে চান। তবে বিরাট কোহলি যার ব্যাটিং দেখে নিজে সার্টিফিকেট দিয়েছেন, সে কত বড় প্রতিভা তার আন্দাজ পাওয়া সহজ।