TRENDING:

Virat Kohli And Anushka Sharma: ভিকট্রি প্যারেডের পর কোহলি মুম্বইয়ের এয়ারপোর্টে, লন্ডনগামী বিমান চড়ে কোথায় উড়ে গেলেন তিনি!

Last Updated:

Virat Kohli Heads to London: বিশ্বকাপ জেতার খুশি অনুষ্কা শর্মা ও তাঁর দুই সন্তানের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য ভিকট্রি প্যারেড শেষ করেই কোহলি উড়ে গেল লন্ডনের উদ্দেশে৷ বৃহস্পতিবার রাতেই এয়ারপোর্টে হাজির হন কিং কোহলি৷ তিনি পরেছিলেন একটা অলিভ গ্রিন জ্যাকেট আর সাদা টি শার্ট, সঙ্গে ম্যাচিং প্যান্ট৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বিশ্বকাপ জেতার খুশি অনুষ্কা শর্মা ও তাঁর দুই সন্তানের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য ভিকট্রি প্যারেড শেষ করেই কোহলি উড়ে গেলেন লন্ডনের উদ্দেশ্যে৷ ম্যাচ জেতার পর মাঠেই কোহলির তাঁর দুই সন্তান ভামিকা, আকায় এবং অনুষ্কা শর্মার সঙ্গে ভিডিও কল সমাজমাধ্যমে ভাইরাল হতে সময় লাগেনি৷
ভিকট্রি প্যারেড শেষ করেই  লন্ডনের পথে উড়ে গেলেন বিরাট কোহলি৷
ভিকট্রি প্যারেড শেষ করেই লন্ডনের পথে উড়ে গেলেন বিরাট কোহলি৷
advertisement

বার্বাডোজ থেকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, কোহলি কোহলি ধ্বনিতে মুখরিত হয়েছিল সমস্ত মাঠ৷ ওয়াংখেড়ে স্টেডিয়াম তো ‘চিকু’ সম্বোধনে ভরিয়ে দিয়েছিল মুম্বাইয়ের আকাশ! কিন্তু গ্যালারিতে অনুষ্কা শর্মার অনুপস্থিতি বড্ডো চোখে লাগছিল৷ ফাইনালে রোহিত শর্মা, বুমরাহ, সূর্যকুমার যাদবদের সঙ্গে তাঁদের স্ত্রীদের আনন্দঘন মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছিল৷ শুধু অনুষ্কা শর্মা ছিলেন না৷ তিনি তখন বসে সুদূর লন্ডনে৷ সমস্ত উদযাপনের মাঝে কোহলিও নির্ঘাত অনুভব করছিল অনুষ্কা শর্মার অনুপস্থিতি৷ তাই সমস্ত উদযাপন সাঙ্গ করেই বিরাট লন্ডনগামী বিমানে চড়ে বসে৷

advertisement

আরও পড়ুন: টিম ইন্ডিয়া পেয়ে গেল দ্বিতীয় রোহিত শর্মা! কে সেই ক্রিকেটার? জানলে অবাক হবেন

বৃহস্পতিবার রাতেই এয়ারপোর্টে হাজির হন কিং কোহলি৷ তিনি পরেছিলেন একটা অলিভ গ্রিন জ্যাকেট আর সাদা টি শার্ট, সঙ্গে ম্যাচিং প্যান্ট৷ বিরাটের বড় বোন ভাবনা কোহলি ধিংরা ইনস্টাগ্রামে বেশ কয়েকটা ছবি শেয়ার করে৷ সেখানে দেখা যায় কোহলি, তাঁর দিদি, বোনপো ও বোনঝির সঙ্গে জয় মুহূর্ত শেয়ার করে নিচ্ছে৷ তার পরই কমেন্ট সেকশনে অনুষ্কা সঙ্গে সঙ্গে হার্ট ইমোজি দিয়ে দেয়৷

advertisement

আরও পড়ুন: ওয়াংখেড়েতে হার্দিকের হাতে হঠাৎ এটা কী উড়ে এল !! হাসিতে ফেটে পড়লেন বুমরাহ, কোহলি

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বিশ্বকাপ জয়ের সঙ্গে সঙ্গে অনুষ্কা শর্মা সোশ্যাল মিডিয়াতে কাপ হাতে নিয়ে টিম ইন্ডিয়ার বেশ কয়েকটা ছবি শেয়ার করেন৷ সঙ্গে ক্যাপশনে তাঁর মেয়ের চিন্তাও শেয়ার করেন ‘‘টিভিতে খেলোয়াড়দের কাঁদতে দেখে আমাদের মেয়ে দুশ্চিন্তা ছিল, ওদের কী কেউ হাগ করবে? হ্যাঁ করবে ভামিকা, সারা দেশ ওদের আজ হাগ করছে৷ কী অসাধারণ জয়৷ কংগ্র্যাচুলেশন!! কংগ্র্যাচুলেশন!!’’ কোহলি- অনুষ্কা শর্মা ও তাঁদের দুই সন্তানের একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় জয়ের সেলিব্রেশন দেখার জন্য সমগ্র দেশ মুখিয়ে রয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli And Anushka Sharma: ভিকট্রি প্যারেডের পর কোহলি মুম্বইয়ের এয়ারপোর্টে, লন্ডনগামী বিমান চড়ে কোথায় উড়ে গেলেন তিনি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল