এমনকি টেস্ট অধিনায়ক হিসেবে যেখানে ছেড়ে গিয়েছিলেন বিরাট কোহলি, নতুন অধিনায়ক হিসেবে সেখান থেকেই শুরু করতে চান, জানিয়েছিলেন রোহিত। শ্রীলংকার বিরুদ্ধে মোহালিতে প্রথম ইনিংস ডিক্লেয়ার করার পর ফিল্ডিং করতে নামার সময় বিরাটকে হঠাৎ এগিয়ে এসে কি যেন একটা বললেন রোহিত শর্মা। তারপর গোটা দল দুদিকে দাঁড়াল। বিরাট কোহলি মাঝখান দিয়ে হেঁটে মাঠে প্রবেশ করলেন সংবর্ধনা কুড়াতে কুড়াতে।
advertisement
এই দৃশ্য অবশ্য নতুন নয়। অতীতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের শেষ টেস্ট, সচিনের বিদায়ী ম্যাচ, এবং আরো অনেক ক্ষেত্রে এই গার্ড অফ অনার দেওয়া হয়েছে নামি ক্রিকেটারদের। সেই ট্রাডিশন আজ আবার দেখা গেল মোহালিতে। রোহিতের সঙ্গে হ্যান্ডশেক করার পর, বাকিদের সঙ্গে একে একে করমর্দন করলেন কিং কোহলি। সতীর্থদের দেওয়া এই সারপ্রাইজ তাকে খুশি করেছে বোঝা যাচ্ছিল।
আসলে রোহিত শর্মা জানেন কিভাবে সম্মান দিতে হয়। প্রথম ইনিংসে বিরাট কোহলি সেট হয়েও আউট হয়ে গিয়েছিলেন। ৪৫ রান করে বোল্ড হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিং করার প্রয়োজন হবে কিনা জানা নেই। কিন্তু এই সিরিজে বিরাট কোহলি তাঁর বহু প্রতীক্ষিত সেঞ্চুরি পাওয়ার চেষ্টা করবেন সেটা বলাই যায়।
উল্লেখ্য রোহিত শর্মাকে যখন প্রশ্ন করা হয়েছিল বিরাট কোহলির রান পাওয়া নিয়ে, ভারত অধিনায়ক উত্তর দিয়েছিলেন, আপনারা দয়া করে চুপ করুন। বিরাট ঠিক রান পাবে। আজ গার্ড অফ অনার সম্মান দেওয়ার পর দুজনের সম্পর্কে বিন্দুমাত্র ফাটল ধরেনি সেটা পরিষ্কার।