হতে পারে গুরুত্বহীন ম্যাচ। এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছে ভারত। নিয়ম রক্ষার ম্যাচে খেলতে হয় তাই খেলা। কিন্তু তাতেও নিজেকে লড়াই করে রান করতে হয়েছে। আজ গুরুত্বহীন ম্যাচে ছিলেন না অধিনায়ক রোহিত শর্মা। অধিনায়ক ছিলেন কে এল রাহুল। ওপেন করতে নামেন তিনি এবং বিরাট। ১১৯ রানের পার্টনারশিপ হল দুজনের।
রাহুল আউট হয়ে যাওয়ার পর বেশি কিছু করতে পারেননি সূর্য কুমার। ঋষভ পন্থ কিছুটা সহায়তা করলেন কোহলিকে। পাকিস্তানের বিরুদ্ধে ৬১ রানের ইনিংস খেলার পর লঙ্কার বিরুদ্ধে ব্যর্থ হয়েছিলেন বিরাট। কিন্তু আজ আফগানিস্তানের বিরুদ্ধে সেই পুরনো বিরাট কোহলি যেন ফিরে এলেন। যেন পুনর্জন্ম হল। মোট ৭১ তম সেঞ্চুরি কিং কোহলির।
advertisement
বুঝিয়ে দিলেন তিনি ফিরে এসেছেন। এশিয়া কাপ হতে পারে শুধুমাত্র ট্রেলার। টি-টোয়েন্টি বিশ্বকাপে হয়তো পুরো সিনেমা বাকি আছে। ৬১ বলে ১২২ করে অপরাজিত থাকলে বিরাট। দুবাইয়ের মাঠে উপস্থিত দর্শকরা এক অসাধারণ ইনিংসের সাক্ষী থাকলেন। পুরো ভারতীয় দলকে উঠে দাঁড়িয়ে হাততালি দিতে দেখা গেল।
রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা জড়িয়ে ধরলেন। ভারতীয় ক্রিকেটের রাজা ফিরে আসছেন। আজকের পর বলে দেওয়াই যায়। ৭১ তম সেঞ্চুরি করে স্পর্শ করলেন রিকি পন্টিংকে। জানিয়ে দিলেন আজকে এই জায়গায় তার কাম ব্যাক করার পিছনে রয়েছেন স্ত্রী অনুষ্কা শর্মা। টানা সমর্থন দিয়ে গিয়েছেন খারাপ সময়। পাশাপাশি মেয়ে ভামিকার নামও করলেন বিরাট। কিছুটা মজা করে জানিয়ে দিলেন এই ফরম্যাটে সেঞ্চুরি করবেন বুঝতে পারেননি। কিন্তু আবেগে ভেসে যেতে নারাজ। এই ছন্দ ধরে রাখতে চান।