এবার বিরাট কোহলির আক্রান্ত হওয়ার খবর এল। শুক্রবার থেকে লিস্টারশায়ার অনুশীলন ম্যাচ খেলার কথা ভারতীয় দলের। যদিও শোনা যাচ্ছে বিরাট এখন আগের থেকে অনেকটাই সুস্থ, জর নেই তার। অনুশীলন করেছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ও শেয়ার করেছেন।
তবুও তাকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নন রাহুল দ্রাবিড়। কোহলিকে অনুশীলন করতে দিলেও ডাক্তার পর্যবেক্ষণে রেখেছে। প্র্যাকটিস ম্যাচ তাকে সম্ভবত খেলানো হবে না। দলের বাকিদের মধ্যে যাতে ভাইরাস ছড়িয়ে না পড়ে সেটাও নজরে রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
এমনিতেই ইংল্যান্ডে পৌঁছে সমর্থকদের সাথে সেলফি তুলে বোর্ডের ধমক খেয়েছিলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। তবে ভারতীয় শিবিরের ভেতরের খবর বিরাট শারীরিকভাবে অসুস্থতা বোধ করছেন না। মানসিকভাবে চাঙ্গা আছেন। ভাইরাস কমার অপেক্ষায় তিনি।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 22, 2022 12:28 PM IST