সেমিফাইনাল থেকে বিদায়ের পর দেশে ফিরে এসেছে ভারতীয় দল। হতাশ ও ভগ্ন হৃদয় নিয়ে যে তিনি দেশে ফিরেছেন সেই কথা সোশ্যাল মিডিয়ায় আগেই জানিয়েছেন বিরাট কোহলি। তবে ফাইনাল দেখতে ভোলেননি তিনি। টিভির পর্দায় ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ পুরোটাই দেখেন বিরাট। ম্যাচ শেষে নিজের ইনস্টা স্টোরিতে ইংল্যান্ড দলকে প্রশংসায় ভরিয়ে দেন কোহলি। একটি ছবি পোস্ট করেছেন এবং লিখেছেন যে, ‘ইংল্যান্ড তোমাদের শুভেচ্ছা, আপনারা সত্যি যোগ্য।’
advertisement
আরও পড়ুনঃ কোহলি বনাম বাবরের মধ্যে কে 'বিরাট', প্রমাণ হয়ে গেল টি-২০ বিশ্বকাপে
প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপ ২০২২ ফাইনালে মেলবোর্নে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন জস বাটলার। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৩৭ রান করে পাকিস্তান। সর্বোচ্চ ৩৮ রান করেন শান মাসুদ ও ৩২ রান করেন বাবর আজম। ৩ উইকেট নেন স্যাম কুরান। রান তাড়া করতে নেমে ১ ওভার বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ইংল্যান্ড। ৫২ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন বেন স্টোকস।