২৪.২ ওভারে ম্যাথিউ পটসের বল একেবারে শেষ মুহূর্তে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন কোহলি। যদিও বলের লাইন থেকে ব্যাট সরিয়ে নিতে পারেননি তিনি। বল বিরাটের ব্যাটের কানায় লেগে স্টাম্পে গিয়ে লাগে। ছিটকে যায় বেল। বোল্ড হয়ে মাঠ ছাড়তে হয় কোহলিকে।
২টি বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ১১ রান করে আউট হন কোহলি। ভারত ৭১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। টেস্ট কেরিয়ারের শুরুতে কোনও বোলার বিরাট কোহলির উইকেট পেলে বাঁধনছাড়া উচ্ছ্বাস চোখে পড়াই স্বাভাবিক। কেরিয়ারের চার নম্বর টেস্টে মাঠে নামা ম্যাথিউ পটসের মধ্যেও বাড়তি উচ্ছ্বাস চোখে পড়ে কোহলিকে ফিরিয়ে।
advertisement
আউট হওয়ার ভঙ্গি এতটাই দৃষ্টিকটু ছিল, নিজেই হেসে ফেলেন বিরাট কোহলি। কিন্তু মুখে হাসলেও তার ভেতরটা যে পুড়ে যাচ্ছিল সেটা সহজেই বোঝা যায়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 01, 2022 9:47 PM IST