পাকিস্তান ম্যাচের ইনিংসের পর যারা এতদিন সমালোচনা করছিলেন তাদের মধ্যে অনেকেই কোহলির প্রশংসায় পঞ্চমুখ। কেউ কেউ ওডিআই ফরম্যাটে কোহলিকেই বিশ্বের সেরা তকমাও দিয়ে দিয়েছেন। এটাই যে বাস্তব, তা ভাল করেই জানেন বিরাট। তাই বাইরের দুনিয়ায় কান না দিয়ে নিজের কাজটা গোটা ক্রিকেট কেরিয়ারে যাচ্ছেন। আর এবার পাকিস্তান ম্যাচে সেঞ্চুরির পর বড় প্রাপ্তিও হল টিম ইন্ডিয়ার মহাতারকার।
advertisement
আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ের লেটেস্ট আপডেটে প্রথম পাঁচে নিজের জায়গা ফিরে পেয়েছেন বিরাট কোহলি। বিগত বেশ কিছু সময় ধরে প্রথম পাঁচের বাইরের ছিলেন কোহলি। পাক ম্যাচের পর সেই জায়গা পুনরদ্ধার করেছেন বিরাট। যে ফর্মে পাকিস্তান ম্যাচে পাওয়া গিয়েছে বিরাটকোহলি তা ধরে রাখলে এই প্রতিযোগিতাতেই ক্রমতালিকায় আরও উপের দিকে উঠে আসার সুযোগর রয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের সামনে।
প্রসঙ্গত, আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ের লেটেস্ট আপডেটে প্রথম ১৫ জনের মধ্যে রয়েছে পাঁচজন ভারতীয় ব্যাটার। প্রথম স্থানে রয়েছেন শুভমান গিল, তৃতীয় স্থানে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা, পঞ্চম স্থানে রয়েছেন বিরাট কোহলি, ৯ নম্বরে শ্রেয়স আইয়ার ও ১৫ নম্বরে রয়েছেন কেএল রাহুল। আইসিসি একদিনের দলের শীর্ষে রয়েছে ভারত।