আরও পড়ুন – KKR Gurbaz: ইডেনে আর একবার ঝড় তুলতে চান গুরবাজ! মরার আগে মরতে রাজি নয় কেকেআর
আসলে অনুষ্কা বিরাট কোহলির সঙ্গে দীর্ঘদিন সময় কাটিয়ে বুঝতে শিখেছেন খেলার জগৎ কতটা অনিশ্চিত এবং সংগ্রামে ভরা। এখানে টিকে থাকতে গেলে সুপারস্টার হয়েও সমালোচিত হতে হয়। কোহলির এই সেঞ্চুরিতে টুইট করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন সচিন টেন্ডুলকারও এটি ছিল আইপিএলে কোহলির ষষ্ঠ সেঞ্চুরি। আর এই সেঞ্চুরি দিয়ে আইপিএলের রেকর্ড বইয়ে নিজেকে বসিয়েছেন ক্রিস গেইলের পাশে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হিসেবে।
advertisement
ক্যারিবিয়ান গেইলের সেঞ্চুরিও আইপিএলে ছয়টি। আইপিএলে তাঁর স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা ছিল। বিরাট কোহলি রান করেন, কিন্তু যে স্ট্রাইক রেটে করেন, সেটা সন্তোষজনক নয়। অন্তত হাল আমলে আইপিএলের অন্য বিস্ফোরক নামগুলো বিবেচনায় নিলে এমন সমালোচনা কম-বেশি হয়। কোহলি-প্লেসির জুটিতে আসা জয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলের শেষ চারে খেলার সম্ভাবনা বেড়েছে।
সবচেয়ে বড় কথা, পাওয়ারপ্লের ওভারগুলোতে রানের চাকা শ্লথ করে ফেলার যে সমালোচনাটা কোহলিকে নিয়ে চলছিল, কালকের সেঞ্চুরি দিয়ে কোহলি সে সমালোচনাটা আপাতত বন্ধ করে দিয়েছেন। বিরাট অবশ্য আগেই জানিয়েছিলেন তিনি এতদিন বেঙ্গালুরুর হয়ে খেলেও আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেননি।
তাই এবার তার একমাত্র এবং প্রধান লক্ষ্য আরসিবিকে চ্যাম্পিয়ন করা। তাই সেঞ্চুরি করে খুশি হলেও আসল লক্ষ্য থেকে ফোকাস সরাতে রাজি নন কিং কোহলি। আর এই লক্ষ্যে অনুষ্কা তাকে সাহায্য করে চলেছেন।