সোমবারের পর থেকে গৌতম গম্ভীরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে অনেকেই মনে করছিলেন মাঠের বিষয় মাঠেই শেষ করে দিয়েছেন গম্ভীর। কিন্তু তা যে আদতে নয়, গম্ভীরের নয়া ট্যুইট তা প্রমাণ করে দিল। গম্ভীর ট্যুইট করে লিখেছেন,”চাপের দোহাই দিয়ে দিল্লির ক্রিকেট ছেড়ে পালিয়ে যাওয়া একটা লোক টাকার বিনিময়ে ক্রিকেটের প্রতি চিন্তা দেখাচ্ছে। এটা কলিযুগ। এখানে পালিয়ে যাওয়া লোকেরাও নিজেদের বড়াই করে।” কারও নাম না করলেও এই পোস্ট বিরাট কোহলিকে খোঁচা দেওয়ার জন্যই গৌতম গম্ভীর করেছেন বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।
advertisement
প্রসঙ্গত, ২০১৩ সালে কেকেআর বনাম আরসিবি ম্যাচ থেকে শুরু হয়েছিল বিরাট কোহলি গৌতম গম্ভীরের ‘শত্রুতা’। এক দশকের বেশি সময় পেরিয়ে গিয়েছে। মাঝেও একাধিকবার একে অপরের বিষয়ে বিতর্কে জড়িয়েছেন কোহলি-গম্ভীর। কিন্তু সোমবার লখনউতে আরসিবি বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে যা ঘটিয়েছেন কোহলি-গম্ভীর তা নজিরবিহিন। একে অপরের দিকে তেড়ে যাওয়া, উত্তপ্ত বাক্য বিনিময়, আঙুল তুলে কথা, বাদ যায়নি কোনও কিছুই।
আরও পড়ুনঃ KKR vs SRH: একাধিক পরিবর্তন! বাদ পড়বে তারকারা? হায়দরাবাদের বিরুদ্ধে দলে চমক দিকে পারে কেকেআর
ইতিমধ্যেই আরসিবি ও এলএসডি ম্যাচ শেষে ঝামেলার ঘটনায় বিরাট কোহলি, গৌতম গম্ভীর ও নবীন উলল হককে শাস্তি দিয়েছেন বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিল। বিরাট এবং গম্ভীরের পুরো ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে। ৫০ শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছে নবীন উল হকের। ভবিষ্যতে এমন ঝামেলায় ফের জড়াল আরও কঠিন শাস্তিও হতে পারে বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের। দুই সিনিয়র ক্রিকেটারের এমন আচরণের সমালোচনা করেছেন প্রাক্তন ক্রিকেটাররা।