মুম্বইয়ের দক্ষিণ প্রান্তে অবস্থিত আলিবাগে বিরাট কোহলি যে নিজের স্বপ্নের বাড়ি বানাচ্ছেন সেই কথা আগেই জানা গিয়েছিল। এবার পুরো বাড়ি তৈরি হওয়ার পর সামনে এল অন্দর মহলের ভিডিও। যে দেখা রীতিমত তাক লেগে যাওয়ার মত। খেলার মাঝে ছুটি পেলে মুম্বইয়ের ফ্ল্যাটে না গিয়ে এবার থেকে এখানে এসেই সময় কাটানোর ইচ্ছের কথা জানিয়েছেন বিরাট কোহলি।
advertisement
কোহলি ভিডিও শেয়ার করে দেখিয়েছেন তাঁর আলিবাগের বাড়ির বসার ঘরের সিলিং অনেক উঁচু। রয়েছে প্রকৃতির আলো প্রবেশ করার অনেক জায়গা। সূর্যের আলো তাঁর খুব পছন্দ বলেও জানান বিরাট। বসার ঘরে কোনও টিভি বা মিউজিক সিস্টেম রাখেননি কোহলি। কারণ অন্য কিছু নয়, এখানে পরিবারের লোকো শুধু নিজেদের মধ্যে সময় কাটাবেন বলে জানান কোহলি। এছাড়া রয়েছে ৪টি শোবার ঘর, বড় গার্ডেন, সুইমিং পুল সহ আরও অনেক কিছু।
আরও পড়ুনঃ Messi: পৃথিবীর কোন শহরে সদ্যজাতের নাম মেসি রাখা বেআইনি? উত্তর অজানা ৯০ শতাংশের
ভিডিও শেয়ার করে বিরাট কোহলি জানান,”পরিবার আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। ক্রিকেট নিয়ে দিনভর ব্যস্ত থাকলেও সুযোগ পেলেই পরিবারের সঙ্গে কোয়ালিটি টিম কাটানোটা উপভোগ করি। কাজ ও পরিবারের মধ্যে ভারসাম্য রাখাটা খুব জরুরি।”