আইয়ার প্রথম ইনিংসে জেমস অ্যান্ডারসনের শর্ট বলে স্যাম বিলিংস তাঁর ক্যাচ ধরে নিয়েছিলেন৷ দ্বিতীয় ইনিংসেও প্রায় একইরকম হয়৷ এই বার খালি বোলার এবং ফিল্ডারের নাম আলাদা ছিল৷ ম্যাথিউ পটস তাঁর শর্ট বলে উইকেট তোলেন৷ ক্যাচটি ধরেন অ্যান্ডারসন৷ ম্যাককালাম দুই ইনিংসেই ইংলিশ বোলাররা দুই ইনিংসেই শর্ট বলে শ্রেয়সকে বধ করেন৷ ম্যাককালামের তীক্ষ্ণ চোখের কদর করতেই হবে টিম ইংল্যান্ডকে৷ দ্বিতীয় ইনিংসে আবার দলকে যখন ইশারা করে শর্ট বল করার টিপস দিচ্ছেন তা ক্যামেরায় বন্দি হয়ে যায়৷
advertisement
ম্যাককালামের ফটো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে৷ নিজের হা গলার কাছে নিয়ে গিয়ে বোলারকে ইশারা করছেন৷ ম্যাককালাম আইপিএলে কেকেআরের কোচ ছিলেন আর শ্রেয়স আইয়ার সেই দলেরই অধিনায়ক ছিলেন৷ গত মরশুমে দুজনেই একসঙ্গে কাজ করেছিলেন৷
আইপিএলেও শর্ট বলে একাধিকবার আউট হয়েছিলেন৷ কিন্তু নিজের সেই একাধিকবারের ভুল থেকে শেখেননি কিছুই৷ ইংল্যান্ডেও সেই একই ভুল করেন৷
প্রথম ইনিংসের মত আইয়ার আসতেই ইংলিশ বোলাররা শর্ট বল করতে শুরু করেন৷ তাঁর বুক ও বুকের হাড় লক্ষ্য করে নিশানা বানানো হয়৷ আইয়ারের বেশির ভাগ বল শর্ট বল ছিল৷ এই বলগুলি ছাড়ার বদলে সেগুলিকে মারার চেষ্টা করতে থাকেন৷ ইংল্যান্ডের এই রণনীতি কাজে আসে৷ ম্যাককালামের টিপসে সহায়তা পায়৷
আরও পড়ুন - Mithun Chakravarty in BJP: ‘‘বাংলায় আমার 'বস' সুকান্ত মজুমদার’’- কলকাতায় এসে মহাগুরু মিঠুন যা যা বললেন
ভারত প্রথম ইনিংস ৪১৬ রান করার পর ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৮৪ রানে গুটিয়ে যায়৷ এরপরে টিম ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে ২৪৫ রান করে৷ এরপর ভারত দ্বিতীয় ইনিংসে ২৪৫ রানে অলআউট হয়ে যায়, আর ইংল্যান্ড ৩ উইকেটে ২৫৯ রান করে রয়েছে৷
