TRENDING:

Ind vs Eng: বেঞ্চ থেকে মার্কামারা ইশারা, তাতেই বাজিমাত, এভাবে শ্রেয়সকে আউট করালেন ম্যাককালাম

Last Updated:

দ্বিতীয় ইনিংসে আবার দলকে যখন ইশারা করে শর্ট বল করার টিপস দিচ্ছেন তা ক্যামেরায় বন্দি হয়ে যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বার্মিংহ্যাম: এজবাস্টন টেস্টে শুভমান গিল, হনুমা বিহারী, বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ারের ব্যাটে ফ্লপ শো৷ ম্যাচের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংস আইয়ার ২৬ বলে ১৯ রান করে আউট হয়ে যান৷ অজিঙ্ক রাহানের জায়গায় তিনি এই প্রথমবার ভারতীয় দলের টেস্ট জার্সিতে বিদেশ সফরে গেছেন৷ দুটি ইনিংসে নিজের ভুলের কারণে আউট হয়ে গেছেন৷ আর তাঁকে আউট করার কৃতিত্ব গেছে গ্যালারিতে থাকা একজনের ওপর৷ কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন কোচ এবং ইংল্যান্ড দলের বর্তমান কোচ ব্র্যান্ডন ম্যাককালামের বুদ্ধিতেই হল বাজিমাত৷
Viral video shreyas iyer short ball weakness
Viral video shreyas iyer short ball weakness
advertisement

আইয়ার প্রথম ইনিংসে জেমস অ্যান্ডারসনের শর্ট বলে স্যাম বিলিংস তাঁর ক্যাচ ধরে নিয়েছিলেন৷ দ্বিতীয় ইনিংসেও প্রায় একইরকম হয়৷ এই বার খালি বোলার এবং ফিল্ডারের নাম আলাদা ছিল৷ ম্যাথিউ পটস তাঁর শর্ট বলে উইকেট তোলেন৷ ক্যাচটি ধরেন অ্যান্ডারসন৷ ম্যাককালাম দুই ইনিংসেই ইংলিশ বোলাররা দুই ইনিংসেই শর্ট বলে শ্রেয়সকে বধ করেন৷ ম্যাককালামের তীক্ষ্ণ চোখের কদর করতেই হবে টিম ইংল্যান্ডকে৷ দ্বিতীয় ইনিংসে আবার দলকে যখন ইশারা করে শর্ট বল করার টিপস দিচ্ছেন তা ক্যামেরায় বন্দি হয়ে যায়৷

advertisement

ম্যাককালামের ফটো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে৷ নিজের হা গলার কাছে নিয়ে গিয়ে বোলারকে ইশারা করছেন৷ ম্যাককালাম আইপিএলে কেকেআরের কোচ ছিলেন আর শ্রেয়স আইয়ার সেই দলেরই অধিনায়ক ছিলেন৷ গত মরশুমে দুজনেই একসঙ্গে কাজ করেছিলেন৷

advertisement

আইপিএলেও শর্ট বলে একাধিকবার আউট হয়েছিলেন৷ কিন্তু নিজের সেই একাধিকবারের ভুল থেকে শেখেননি কিছুই৷ ইংল্যান্ডেও সেই একই ভুল করেন৷

Viral video shreyas iyer short ball weakness

প্রথম ইনিংসের মত আইয়ার আসতেই ইংলিশ বোলাররা শর্ট বল করতে শুরু করেন৷ তাঁর বুক ও বুকের হাড় লক্ষ্য করে নিশানা বানানো হয়৷ আইয়ারের বেশির ভাগ বল শর্ট বল ছিল৷ এই বলগুলি ছাড়ার বদলে সেগুলিকে মারার চেষ্টা করতে থাকেন৷ ইংল্যান্ডের এই রণনীতি কাজে আসে৷ ম্যাককালামের টিপসে সহায়তা পায়৷

advertisement

আরও পড়ুন - Mithun Chakravarty in BJP: ‘‘বাংলায় আমার 'বস'  সুকান্ত মজুমদার’’- কলকাতায় এসে মহাগুরু মিঠুন যা যা বললেন

সেরা ভিডিও

আরও দেখুন
পেশায় দিনমজুর আদিবাসী বৃদ্ধের ভুবন ভোলানো প্রতিভা! নিজের কানেই শুনুন
আরও দেখুন

ভারত প্রথম ইনিংস ৪১৬ রান করার পর ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৮৪ রানে গুটিয়ে যায়৷ এরপরে টিম ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে ২৪৫ রান করে৷ এরপর ভারত দ্বিতীয় ইনিংসে ২৪৫ রানে অলআউট হয়ে যায়, আর ইংল্যান্ড ৩ উইকেটে ২৫৯ রান করে রয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Eng: বেঞ্চ থেকে মার্কামারা ইশারা, তাতেই বাজিমাত, এভাবে শ্রেয়সকে আউট করালেন ম্যাককালাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল