TRENDING:

Viral Video: ভোটের প্রচার চলাকালীন স্টেজে মহিলা ভক্তদের সেলফির দাবি, তার মধ্যে এ কী করলেন শাকিব, ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video: শাকিব আল হাসান জানিয়েছেন রাজনীতি একটু অন্যরকমের হার্ডল এবং পরিণতির জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Viral Video:  বাংলাদেশের ভোটে যে কজন তারকা প্রার্থী রয়েছেন তাঁদের মধ্যে শাকিব আল হাসান অন্যতম৷ বাংলাদেশ ক্রিকেটের  অন্যতম সেরা তারকা তিনি৷ তাই তিনি যখনই ভোট প্রার্থণা করতে যাচ্ছেন তখনই তাঁকে ঘিরে উপচে পড়ছে ভিড়৷ এই ভিড়ে মহিলা ফ্যানদের আধিক্যও চোখে পড়ার মতো৷
শাকিব আল হাসান জানিয়েছেন রাজনীতি একটু অন্যরকমের হার্ডল এবং পরিণতির জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন
শাকিব আল হাসান জানিয়েছেন রাজনীতি একটু অন্যরকমের হার্ডল এবং পরিণতির জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন
advertisement

বাংলাদেশের শাসক দল আওয়ামি লিগের হয়ে নির্বাচনে লড়ছেন৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর জয়ের বিষয়ে অত্যন্ত আশাবাদী৷ ৩৬ বছরেরে তারকা অলরাউন্ডারকে শেখ হাসিনা নতুন ফিল্ডেও ছক্কা হাঁকাতে বলেছেন৷ এ বছরেই আওয়ামি লিগের হয়ে রাজনীতির আঙিনায় এসেছেন শাকিব৷

শাকিব নিয়মিতই প্রচারের কাজে বেরিয়েছিলেন৷ তারমধ্যেই একটি প্রচার মঞ্চের ভিডিও ভাইরাল হয়েছে৷ সেই ভিডিওতে দেখা যাচ্ছে মহিলা ফ্যানরা চারদিক থেকে শাকিবকে ঘিরে ধরেছেন এবং বিভিন্ন অ্যাঙ্গেলে সেলফি নিচ্ছেন৷ এর মধ্যেই সেই কাণ্ড করে ফেলেন শাকিব৷

advertisement

দেখে নিন ভাইরাল ভিডিও

আরও পড়ুন – Shakib Al Hasan: “আপনাদের কাছে এসেছি, আমার জন্য দোয়া চাইতে” ভোটের মঞ্চে শাকিবের ছক্কা

advertisement

আসলে শাকিবের মুখ দেখে মনে হচ্ছে তিনি গোটা পরিস্থিতিতে বেশ বিরক্ত৷ তাই বেজার মুখ করে বসে আসেন চারদিক থেকে মহিলা ফ্যানরা তাঁকে ঘিরে ধরেছেন৷ আর তিনি হাই তুলছেন৷ এই ভিডিও সামনে আসার পরেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আগুন ধরিয়েছে এই ভিডিও৷

শাকিব আল হাসান জানিয়েছেন রাজনীতি একটু অন্যরকমের হার্ডল এবং পরিণতির জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন৷ তিনি বলেছেন, ‘‘কম্পিটিশন ও চ্যালেঞ্জ সব সময়েই থাকবে তা সে বড় টিমের খেলা হোক বা ছোট টিমের৷ ’’ নিজের হোমটাউন মাগুরায় এই কথা জানিয়েছেন শাকিব৷ তাঁর নির্বাচনের কেন্দ্রও এটিই৷ ঘরের ছেলেকেই ঘরের কেন্দ্রে প্রার্থী করে হাসিনার দল বড় তাস খেলতে চেয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: ভোটের প্রচার চলাকালীন স্টেজে মহিলা ভক্তদের সেলফির দাবি, তার মধ্যে এ কী করলেন শাকিব, ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল