তবে কী রয়েছে সেই ভিডিওতে? কী বলেছেন রোহিত শর্মা? লখনউয়ের বিরুদ্ধে ম্যাচের আগে জাহির খানের সঙ্গে কথা বলার একটি ভিডিও সামনে এসেছে। জাহির খান দীর্ঘ বছর মুম্বইয়ের বোলিং কোচ ছিলেন। রোহিতের সঙ্গে সম্পর্কও ভাল। বর্তমানে এলএসজির মেন্টর প্রাক্তন বাঁ হাতি পেসার। জাহিরেল সঙ্গে কথা বলার সময় রোহিতকে বলতে শোনা গিয়েছে,”যখন যেটা করার দরকার ছিল, তখন সেটা দায়িত্ব নিয়ে করেছি। এখন আর কিছু করার দরকার নেই।” ভিডিওর শেষে ঋষভ পন্থ এসে রোহিতকে জড়িয়ে ধরতেও দেখা গিয়েছে।
advertisement
রোহিতের এই ভিডিও ঝড়ের গতিতে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। ঠিক কী কারণে এই কথা বলেছেন তা নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে চর্চা। কেউ মনে করছেন মুম্বই ইন্ডিয়ান্সে হার্দিক পান্ডিয়ার সঙ্গে অধিনায়কত্ব নিয়ে বিতর্ক নিয়ে এই মন্তব্য করেছেন রোহিত। আবার কেউ মনে করছেন ভারতীয় দলে তার ভবিষ্যত নিয়ে বলতে গিয়ে এহেন মন্তব্য করেছেন হিটম্যান।
আরও পড়ুনঃ KKR News: হায়দ্রাবাদকে হারিয়ে বিশ্বরেকর্ড গড়ল কেকেআর! যা আইপিএলের ইতিহাসে কোনও দলের নেই
প্রসঙ্গত, এবার আইপিএলে এখনও পর্যন্ত রানের মধ্যে নেই রোহিত শর্মা। প্রথম তিন ম্যাচে রোহিত শর্মার স্কোর ০, ৮, ১৩ রান। শুক্রবার এলএসজি ম্যাচে রানে ফিরতে মরিয়া হিটম্যান। তার আগে সামনে এসেছে রোহিত শর্মার এই ভিডিও। তবে রোহিত শর্মা এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় না।