ম্যাচের শুরুতেই স্পোর্ট রেসিফের ডিফেন্ডাররা নিজেদের মধ্যে পাস খেলছিলেন, প্রতিপক্ষের চাপের মধ্যে। এই সময় আলিসন কাসিয়ানো একটি ব্যাক পাস করেন, যা সরাসরি গোলরক্ষক কাইকে ফ্রান্সার দিকেই যায়। কিন্তু গোলরক্ষক বক্সের বাইরে এসে পাসের জন্য দাঁড়িয়ে থাকায় বলটি তার নাগালের বাইরে চলে যায় এবং ধীরে ধীরে গড়িয়ে খালি জালে ঢুকে পড়ে।
advertisement
নিজেদের গোলেই নিজেই শট করে গো করেন ওই ফুটবলার। এই গোলের জন্য দায় কার, তা নিয়ে সমর্থকদের মধ্যে তুমুল বিতর্ক শুরু হয়েছে। কেউ কাসিয়ানোর ভুল পাসকে দায়ী করছেন, আবার কেউ বলছেন ফ্রান্সার অবস্থান ছিল ভুল এবং সতর্কতার অভাবই গোলের কারণ। দুই খেলোয়াড়ের হতাশ মুখ তখনই বুঝিয়ে দিয়েছিল, কত বড় ভুল হয়ে গেছে।
সামাজিক মাধ্যমে এই মুহূর্তটি দ্রুত ভাইরাল হয়, বিশেষ করে ‘এক্স’-এ। সমালোচনার পাশাপাশি হাসির রোলও উঠেছে নেট দুনিয়ায়। ফুটবলবিশ্বে এমন আত্মঘাতী গোল খুবই বিরল এবং এটি যে দীর্ঘদিন আলোচনায় থাকবে, তা বলাই যায়।