TRENDING:

Viral Video: এমন আত্মঘাতী গোল কেউ দেখেননি! ব্রাজিলে যা ঘটল...!নেট দুনিয়ায় তুমুল ভাইরাল

Last Updated:

Viral Video: ব্রাজিলের দ্বিতীয় ডিভিশনের একটি ম্যাচে স্পোর্ট রেসিফের ডিফেন্ডার আলিসন কাসিয়ানো ম্যাচ শুরুর মাত্র ১৮ সেকেন্ডের মাথায় একটি অদ্ভুত আত্মঘাতী গোল করে বসেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফুটবলে আত্মঘাতী গোল মজার ইতিহাস কম নয়। তবে এবার এমন একটি আত্মঘাতী গোল হল যা খুব একটা দেখা যায়নি। ব্রাজিলের দ্বিতীয় ডিভিশনের একটি ম্যাচে স্পোর্ট রেসিফের ডিফেন্ডার আলিসন কাসিয়ানো ম্যাচ শুরুর মাত্র ১৮ সেকেন্ডের মাথায় একটি অদ্ভুত আত্মঘাতী গোল করে বসেন। প্রতিপক্ষ নভোরিজোন্টিনোর বিপক্ষে খেলায় এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটে। যা এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এবং ফুটবল ভক্তদের বিস্ময়ে ফেলে দিয়েছে।
News18
News18
advertisement

ম্যাচের শুরুতেই স্পোর্ট রেসিফের ডিফেন্ডাররা নিজেদের মধ্যে পাস খেলছিলেন, প্রতিপক্ষের চাপের মধ্যে। এই সময় আলিসন কাসিয়ানো একটি ব্যাক পাস করেন, যা সরাসরি গোলরক্ষক কাইকে ফ্রান্সার দিকেই যায়। কিন্তু গোলরক্ষক বক্সের বাইরে এসে পাসের জন্য দাঁড়িয়ে থাকায় বলটি তার নাগালের বাইরে চলে যায় এবং ধীরে ধীরে গড়িয়ে খালি জালে ঢুকে পড়ে।

advertisement

নিজেদের গোলেই নিজেই শট করে গো করেন ওই ফুটবলার। এই গোলের জন্য দায় কার, তা নিয়ে সমর্থকদের মধ্যে তুমুল বিতর্ক শুরু হয়েছে। কেউ কাসিয়ানোর ভুল পাসকে দায়ী করছেন, আবার কেউ বলছেন ফ্রান্সার অবস্থান ছিল ভুল এবং সতর্কতার অভাবই গোলের কারণ। দুই খেলোয়াড়ের হতাশ মুখ তখনই বুঝিয়ে দিয়েছিল, কত বড় ভুল হয়ে গেছে।

advertisement

আরও পড়ুনঃ Viral Video: বাবার মতই ব্যাটিং তাণ্ডব! ভারতীয় দলের বোলারকে নিয়ে করলেন ছেলেখেলা! জুনিয়র সেহওয়াগের ভাইরাল ভিডিও

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

সামাজিক মাধ্যমে এই মুহূর্তটি দ্রুত ভাইরাল হয়, বিশেষ করে ‘এক্স’-এ। সমালোচনার পাশাপাশি হাসির রোলও উঠেছে নেট দুনিয়ায়। ফুটবলবিশ্বে এমন আত্মঘাতী গোল খুবই বিরল এবং এটি যে দীর্ঘদিন আলোচনায় থাকবে, তা বলাই যায়।

বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: এমন আত্মঘাতী গোল কেউ দেখেননি! ব্রাজিলে যা ঘটল...!নেট দুনিয়ায় তুমুল ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল