TRENDING:

Viral Video: আমেরিকাতেও ম্যাজিক্যাল মেসি, এমন গোল চোখ জুড়িয়ে যাবে, রইল ভিডিও

Last Updated:

দেখে নিন লিওনেল মেসির গোলের ভাইরাল ভিডিও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
: লিওনেল মেসি অভিষেক রাতেই কামাল হল৷ শুক্রবার একটি মায়াবী রাতের সাক্ষী ছিল একটি পরিপূর্ণ ডিআরভি পিএনকে স্টেডিয়াম। সেখানে  মিয়ামির জার্সিতে অভিষেক ম্যাচেই দুরন্ত গোল করে নজর কাড়লেন এলএম টেন৷ ফ্লোরিডায় এটি একটি তারকা-খচিত রাত৷ মাঠে এলএম টেনকে সামনে থেকে খেলতে দেখতা হাজির হয়েছিলেন ক্রীড়া জগতের তারকারাও৷ ছিলেন ২৩ টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী সেরেনা উইলিয়ামস এবং NBA ইতিহাসে সর্বকালের শীর্ষস্থানীয় স্কোরার লেব্রন জেমস।
দেখে নিন লিওনেল মেসির গোলের ভাইরাল ভিডিও - Photo Courtesy- Twitter Video Grab
দেখে নিন লিওনেল মেসির গোলের ভাইরাল ভিডিও - Photo Courtesy- Twitter Video Grab
advertisement

আমেরিকান সোশ্যিইলাইট কিম কার্দাশিয়ানও তাঁর সন্তানদের সঙ্গে উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন হাজার, হাজার দর্শক যাঁরা কিংবদন্তী লিওনেল মেসিকে দেখতে হাজির হয়েছিলেন ফ্লোরিডার এই স্টেডিয়ামে৷

আর্জেন্টিনা সুপারস্টার লিগ কাপে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচে ইন্টার মিয়ামির হয়ে তাঁর বহুল প্রতীক্ষিত অভিষেক ম্যাচেই সাক্ষর রাখলেন তিনি৷ ম্যাচের প্রায় শেষ মুহূর্তে একটি ফ্রি কিক থেকে অপূর্ব একটি গোল করেন তিনি৷

advertisement

দেখে নিন লিওনেল মেসির গোলের ভাইরাল ভিডিও

কয়েক মাস জল্পনা-কল্পনার পর, মেসি অবশেষে গত সপ্তাহান্তে ইন্টার মিয়ামির সাথে আড়াই বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন৷ – যা তাকে বার্ষিক  ৫০ মিলিয়ন থেকে ৬০ মিলিয়ন ডলার পাবেন, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪১০ কোটি টাকা৷ রবিবার হাজার হাজার ভক্তের সঙ্গে অফিসিয়ালি পরিচিত হওয়ার আগে, ইন্টার মিয়ামির এক কর্ণধার ডেভিড বেকহ্যাম প্রকাশ করেছেন যে ইভেন্টের অনলাইন ভিডিওটি যা ৩.৫ বিলিয়ন অর্থাৎ ৩৫ কোটি  বার দেখা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর জাঁকজমকে বারাসাতকে টেক্কা! এই বছর নজর কাড়ল মধ্যমগ্রামের কোন কোন মণ্ডপ?
আরও দেখুন

শুক্রবার, মেসি এবং নবাগত সার্জিও বুসকেটস এমএলএস ক্লাবের হয়ে অভিষেক করেন। ম্যাচের ৫৪তম মিনিটে মিডফিল্ডার বেঞ্জামিন ক্রেমাসচির জায়গায় মাঠে নামেন৷ তিনি যখন শুরু করেন তখন ইন্টার মিয়াম ম্যাচে ১-০ তে এগিয়ে ছিল। মেসিকে সঙ্গে সঙ্গে অধিনায়কের আর্মব্যান্ড তুলে দেন সতীর্থ।

বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: আমেরিকাতেও ম্যাজিক্যাল মেসি, এমন গোল চোখ জুড়িয়ে যাবে, রইল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল