বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই মুম্বইয়ের মেরিন ড্রাইভ চত্বরে অগুণতি অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন প্রিয় তারকাদের এক ঝলক দেখতে। ওয়াংখেড়ে স্টেডিয়াম পৌঁছনোর পথে ট্রফির এক ঝলক দেখার জন্য ক্রিকেট অনুরাগীরা যেন কোনও কসুর করছিলেন না। জনপ্লাবনে এমন অবস্থা হয় যে এলাকায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।
advertisement
এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এক আশ্চর্য দৃশ্য। টিম ইন্ডিয়ার বিজয় র্যালি দেখতে রীতিমতো গাছে চড়ে বসেন ফ্যানরা। নেটপাড়ায় ব্যাপক ভাবে ভাইরাল হয় সেই ছবি ও ভিডিও। দেখা যায় গাছের ডালে চড়ে ক্যামেরার ফ্ল্যাশ অন করে ছবি তুলছিলেন অনুরাগী।
এদিন ভারতীয় ক্রিকেটারদের বিমান বিকেলে মুম্বই বিমানবন্দর ছুঁতেই দেওয়া হয় ওয়াটার ক্যানন স্যালুট। দমকলের দু’টি ইঞ্জিন বিমানের দু’দিকে দাঁড়িয়ে এই ওয়াটার ক্যানন স্যালুট দেয় বিশ্বজয়ী ভারতীয় দলকে। বিমানের সামনে তিনটি গাড়ি ছিল। তার মধ্যে মাঝের গাড়িতে ছিল ভারতের জাতীয় পতাকা। বিশ্বজয়ীদের বরণ করার জন্য মুম্বই বিমান বন্দরে ছিল বিশেষ ব্যবস্থাও।