ধোনির একটি নতুন ভিডিও শেয়ার করেছে চেন্নাই সুপার কিংস। যেখানে যে ভূমিকায় এমএসডি-কে দেখা গিয়েছে তা দেখে প্রাথমিকভাবে অবাকই হয়েছিল ফ্যানেরা। ভিডিওতে দেখা গিয়েছে, চিপক স্টেডিয়ামে রঙের স্প্রে হাতে ধোনিকে। কখনও হলুদ রঙের স্প্রে দিয়ে দর্শকদের চেয়ার রাঙিয়ে তুলছেন, কখনও আবার নীল রঙ দিয়ে চেয়ার রং করছেন। এই কাজ করে যে খুশি ধোনি তা তার অভিব্যক্তি থেকেই বোঝা যাচ্ছিল। পাশে দাঁড়িয়ে ব্যক্তিদের সঙ্গেও কথাও বলছেন ধোনি। ধোনির এই ভিডিও মন ছুয়ে গিয়েছে ফ্যানেদের।
advertisement
আরও পড়ুনঃ চ্যাম্পিয়ন হয়ে মুম্বই পেল কত কোটি, দিল্লির কপালে জুটল কত, আর কে পেল কোন পুরস্কার
প্রসঙ্গত, আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক ও ম্যাচ ফিনিশার এমএস ধোনি। এখনও পর্যন্ত ৪ বার দলকে শিরোপা জিতিয়েছেন ধোনি। ধোনির নেতৃত্বে সিএসকে ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ সালে চারটি আইপিএল ট্রফি জিতেছে। সবথেকে বেশিবার ফাইনাল খেলার রেকর্ডও রয়েছে সিএসকের দখলে। মহেন্দ্র সিং ধোনি আইপিএল-এ এখনও পর্যন্ত ২৩৪ ম্যাচের ২০৬টি ইনিংসে ৩৯.২ গড়ে ৪,৯৭৮ রান করেছেন যার মধ্যে ২৪টি হাফ সেঞ্চুরি রয়েছে। তিনি লিগে ৩৪৬টি চার ও ২২৯টি ছক্কা মেরেছেন। সম্ভবত তার কেরিয়ারের শেষ আইপিএলে প্রিয় মাহির কাছ থেকে আরও একবার ধোনি ধামাকা দেখার অপেক্ষায় ফ্যানেরা।