ম্যাচের বেশ কয়েকটি মুহূর্ত ছিল যা সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দেয়৷ বিশেষত যখন বিরাট কোহলি অধিনায়ক রোহিত শর্মাকে জড়িয়ে ধরে প্রায় কোলে উঠে যান সেই মুহূর্তটি এখন ভাইরাল রিল৷
দেখে নিন সেই ভাইরাল রিল
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা স্লিপে একটি ক্যাচ ধরেন আর ঠিক এর পরেই রোহিতকে দৌড়ে এসে আলিঙ্গন বিরাট কোহলি। আসলে বিরাট কোহলি ও রোহিত শর্মার কেমিস্ট্রি নিয়ে নানা মহলে নানা কথা প্রচলিত রয়েছে৷ তাই এই ভাইরাল রিল হচ্ছে এখন নিন্দুকদের মুখের ওপরের জবাব৷
এদিন ব্যাট করতে নেমে, ভারত ২১৩ রানই তুলতে পেরেছিল৷ ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে এই রান করেছিল৷ কিন্তু এত কম রান করেও বোলাররা তাদের কৃতিত্বে ৪১ রানে জয় এনে দেন দলকে৷ এশিয়া কাপ ফাইনালে পৌঁছে যাওয়াও নিশ্চিত হয়ে যায়৷
অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পরে দুনিথ ওয়েলালেজ (৫/৪০) এবং চরিত আসালাঙ্কার (৪/১৮) স্পিন জুটি মধ্য ওভারে ভারতকে ৪৯.১ ওভারে গুটিয়ে দেয়। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন রোহিত (৫৩)।
রোহিত জানিয়েছে “এটা একটা ভাল ম্যাচ। আমাদের চাপের মধ্যে এমন খেলা খেলতে হবে। আমাদের খেলার অনেক দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে৷ ’’
তিনি আরও বলেন “আমরা কী করতে পারি তা দেখতে আমরা অবশ্যই এই জাতীয় পিচে খেলতে চাই।”