তবে সম্প্রতি এটি নেহাতই সম্প্রতির ছবি নয় এমন প্রচার করে নতুন একটি ভিডিও নেট দুনিয়া কাঁপাচ্ছে৷ যে আরেকটি ভিডিও ভাইরাল হচ্ছে সেটায় ফ্যানরা দাবি করছেন, শাদাব খান কোহলির কাছে জার্সি চেয়েছিলেন। এ কারণে কোহলি তাঁকে তাঁর জার্সি উপহার দিয়েছেন। X অ্যাকাউন্টে সুপার ভাইরাল হয়েছে একের পোস্ট৷
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
advertisement
আরও পড়ুন – Viral Reels: পরণে অপূর্ব পোশাক , ইংল্যান্ড বধের পর আফগানি রহস্য সুন্দরী দারুণ নাচ, রইল ভাইরাল রিল
কিকি নামের একটি এক্স অ্যাকাউন্ট আছে। এ নিয়ে দুটি ভিডিও শেয়ার করেছেন। একটি ভিডিওতে শাদাব ও কোহলিকে একসঙ্গে দেখা যাচ্ছে। হাত মেলানোর সময় কোহলির কানে ফিসফিস করতে দেখা যায় শাদাবকে। দ্বিতীয় ভিডিওতে কোহলি ও বাবর আজম রয়েছেন। বাবর কোহলিকে কিছু জিজ্ঞেস করলে কোহলিকে ইশারা করতে দেখা যাচ্ছে৷
X-অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করার সময় ক্যাপশনে লেখা হয়েছে শাদাব খান কোহলির কাছে একটি শার্ট চেয়েছেন। ভিডিওটি ভাল করে দেখলে সকলেই নাকি বুঝতে পারবেন এমনটাই দাবি করা হয়েছে। ট্যাগলাইনে আরও লেখা হয়েছে যে কোহলিকে ড্রেসিংরুমের দিকে ইশারা করতে দেখা যাচ্ছে৷
এক্স হ্যান্ডেলে শেয়ার হওয়া এই ভিডিওতে অনেক ফ্যান মন্তব্য করেছেন শাদাব কোহলির কাছে একটি শার্ট চেয়েছিলেন। এরপরই বিরাট তার জার্সি উপহার দেন। তবে এই ভিডিওটি যে এই ধরণের ঘটনাই ঘটছে কোনও আধিকারিক সূত্র থেকে তা নিশ্চিত করা হয়নি৷ তবে ভারত বনাম পাকিস্তান ম্যাচের পর কোহলি বাবর আজমকে তাঁর অটোগ্রাফ করা জার্সি উপহার দিয়েছিলেন এই একেবারে নিশ্চিত ঘটনা যা ঘটেছে৷