রিঙ্কুর ফ্যানরা প্রিয়ার বাগদানের পর থেকে তাঁর সোশ্যাল মিডিয়ার প্রতিটি আপডেটের উপর নজর রাখছেন। ভাইরাল রিল দেখে সকলেই হতবাক৷ কী করলে কোটিপতি ক্রিকেটারের সাংসদ স্ত্রী এখনও মাঠে নেমে নিজে চাষের কাজ করতে পারেন৷ রিলটি শেয়ারও হচ্ছে প্রচুর৷
advertisement
রিঙ্কু সিংয়ের হবু স্ত্রী প্রিয়া সরোজ সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। তিনি তাঁদের বাগদানের ছবিও শেয়ার করেছিলেন। তাঁর ফটো শেয়ারের পাশাপাশি ফ্যানদের মন যেটা কেড়ে নেয় সেটি হল তাঁর দেওয়া ক্যাপশন৷ এখন প্রিয়া সরোজ তার প্রাক্তন প্রেমিকার অ্যাকাউন্টে কৃষিকাজের একটি ভিডিও শেয়ার করেছেন। তিনি
২০ জুলাই সোমবার সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি পোস্ট করেছেন এবং শেয়ার করার সঙ্গে সঙ্গেই এটি ভাইরাল হয়ে যায়৷
দেখুন ভাইরাল রিল
যে ভিডিওটি প্রিয়া সরোজের অ্যাকাউন্ট থেকে পোস্ট হয়েছে সেখানে রিঙ্কুর ভাবী স্ত্রীকে ধান রোপণ করতে দেখা যাচ্ছে। প্রেমিকার অ্যাকাউন্টে এটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমাদের গ্রাম…’
ক্রিকেটার রিঙ্কু সিংয়ের বাগদত্তা এবং সাংসদ প্রিয়া সরোজ বারাণসীর পিন্দ্রার তার গ্রাম করখিয়ানে ছিলেন। তিনি সেখানে পৌঁছে তাঁর বন্ধুবান্ধব এবং মাঠে কাজ করার জন্য ডাকা মহিলাদের সঙ্গে ধান রোপণ করেন। ভিডিওতে, প্রিয়া সরোজকে একটি জলভরা জমিতে খালি পায়ে দেশি স্টাইলে ধান রোপণ করতে দেখা যাচ্ছে। আইন ডিগ্রি অর্জনের পর সরকারি চাকরিতে যোগদানকারী প্রিয়া মাছলিশাহ থেকে সমাজবাদী পার্টির সাংসদ।