TRENDING:

Viral Reels: স্বামী ক্রিকেট খেলে কোটি-কোটিপতি, স্ত্রী নিজে সাংসদ, হাঁটু পর্যন্ত সালোয়ারের প্যান্ট গুটিয়ে ক্ষেতে কাজ করছেন রিঙ্কুর ভাবী স্ত্রী, ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Reel: না কোনও পয়সার গরম দেখানো নেই, মাঠে অন্য মহিলাদের সঙ্গে হাঁটু পর্যন্ত সালোয়ার গুটিয়ে কাজ করলেন রিঙ্কু সিংয়ের ভাবী স্ত্রী,,,

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি:  ভারতীয় ক্রিকেট দলের বিস্ফোরক ব্যাটসম্যান রিঙ্কু সিংয়ের বাগদত্তা প্রিয়া সরোজের একটি ভিডিও সামনে এসেছে। উত্তরপ্রদেশের মাছলিশহরের সমাজবাদী পার্টির (এসপি) সাংসদ প্রিয়াকে চাষের ক্ষেতে কাজ ধান রোপণ করতে দেখা যাচ্ছে। তিনি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই ভিডিওটি পোস্ট করেছেন।
মাঠে চাষ করছেন রিঙ্কুর ভাবী বউ. যিনি নিজে সাংসদ
মাঠে চাষ করছেন রিঙ্কুর ভাবী বউ. যিনি নিজে সাংসদ
advertisement

রিঙ্কুর ফ্যানরা প্রিয়ার বাগদানের পর থেকে তাঁর সোশ্যাল মিডিয়ার প্রতিটি আপডেটের উপর নজর রাখছেন। ভাইরাল রিল দেখে সকলেই হতবাক৷ কী করলে কোটিপতি ক্রিকেটারের সাংসদ স্ত্রী এখনও মাঠে নেমে নিজে চাষের কাজ করতে পারেন৷ রিলটি শেয়ারও হচ্ছে প্রচুর৷

আরও পড়ুন – Massive Leg Pain: অসহ্য যন্ত্রণায় পা ফেলে হাঁটতে পারছেন না, বাত ভাবছেন, আসলে ডোনাল্ডো ট্রাম্পের মতো CVI হয়নি তো, জানুন লক্ষণ

advertisement

রিঙ্কু সিংয়ের হবু স্ত্রী প্রিয়া সরোজ সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। তিনি তাঁদের বাগদানের ছবিও শেয়ার করেছিলেন। তাঁর ফটো শেয়ারের পাশাপাশি ফ্যানদের মন যেটা কেড়ে নেয় সেটি হল তাঁর দেওয়া ক্যাপশন৷  এখন প্রিয়া সরোজ তার প্রাক্তন প্রেমিকার অ্যাকাউন্টে কৃষিকাজের একটি ভিডিও শেয়ার করেছেন। তিনি

advertisement

২০ জুলাই সোমবার সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি পোস্ট করেছেন এবং শেয়ার করার সঙ্গে সঙ্গেই এটি ভাইরাল হয়ে যায়৷

দেখুন ভাইরাল রিল

যে ভিডিওটি প্রিয়া সরোজের অ্যাকাউন্ট থেকে পোস্ট হয়েছে সেখানে রিঙ্কুর ভাবী স্ত্রীকে ধান রোপণ করতে দেখা যাচ্ছে।  প্রেমিকার অ্যাকাউন্টে এটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমাদের গ্রাম…’

advertisement

ক্রিকেটার রিঙ্কু সিংয়ের বাগদত্তা এবং সাংসদ প্রিয়া সরোজ বারাণসীর পিন্দ্রার তার গ্রাম করখিয়ানে ছিলেন। তিনি সেখানে পৌঁছে তাঁর বন্ধুবান্ধব এবং মাঠে কাজ করার জন্য ডাকা মহিলাদের সঙ্গে ধান রোপণ করেন। ভিডিওতে, প্রিয়া সরোজকে একটি জলভরা জমিতে খালি পায়ে দেশি স্টাইলে ধান রোপণ করতে দেখা যাচ্ছে। আইন ডিগ্রি অর্জনের পর সরকারি চাকরিতে যোগদানকারী প্রিয়া মাছলিশাহ থেকে সমাজবাদী পার্টির সাংসদ।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Viral Reels: স্বামী ক্রিকেট খেলে কোটি-কোটিপতি, স্ত্রী নিজে সাংসদ, হাঁটু পর্যন্ত সালোয়ারের প্যান্ট গুটিয়ে ক্ষেতে কাজ করছেন রিঙ্কুর ভাবী স্ত্রী, ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল