ওজন বেশি থাকার অভিযোগে কুস্তিগীর ভিনেশ ফোগট অলিম্পিক্স থেকে ছিটকে যাওয়ার পর এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নিজের পোস্টে মোদি ভিনেশকে দেশের গর্ব বলে দাবি করার পাশাপাশি প্রত্যেক ভারতীয়ের অনুপ্রেরণা বলে উল্লেখ করেছেন৷ ভিনেশের জন্য়ে প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন নেটপাড়ার বাসিন্দারাও। সোশ্য়াল মিডিয়ায় ট্রেন্ডিং বহু মানুষের মন্তব্য়।
আরও পড়ুন: এই একটি ফল নিয়ে বিমানে ওঠা নিষেধ, হতে পারে জেল-জরিমানা! জানেন কোন ফল?
অলিম্পিক্সের ৫০ কেজির কুস্তির ফাইনালে উঠেছিলেন ভিনেশ ফোগট৷ অন্তত রুপো জয় নিশ্চিত ছিল তাঁর৷ কিন্তু কিছুক্ষণ আগেই খবর আসে, নির্ধারিত ৫০ কেজি সামান্য কয়েক গ্রাম বেশি ওজন হওয়ায় অলিম্পিক্স থেকেই ছিটকে গিয়েছেন ফোগট৷ ফলে শেষ হয়ে যায় তাঁর পদক জয়ের স্বপ্ন৷
আরও পড়ুন: ‘মেয়েটা বড্ড রোগা’ অজুহাতে মাধুরীকে বিয়ে করতে রাজি হননি বলিউডের এক বিখ্যাত গায়ক, কে তিনি জানেন?
এএনআইয়ের রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রীর পিটি ঊষার সঙ্গে কথা বলে তাঁর থেকে গোটা বিষয়টা সবিস্তারে প্রথমে জানতে চান। এই পরিপ্রেক্ষিতে ভারতের সামনে কী কী বিকল্প রয়েছে, সেকথাও তিনি জিজ্ঞেস করেন বলে খবর। পাশাপাশি রিপোর্টে দাবি করা হয় প্রধানমন্ত্রী মোদি ফোনে পিটি ঊষাকে বার্তা দিয়েছেন যাতে তিনি ভিনেশের এই বাতিল হওয়ার সিদ্ধান্তের কড়া বিরোধ জানান যদি তাতে ভিনেশ কোনওরকম ভাবে তাতে লাভবান হন।