ভারত: ২০৯ ও ১৩৫ ( ৪২.৪ ওভার)
দক্ষিণ আফ্রিকা জয়ী ৭২ রানে
#কেপটাউন: দক্ষিণ আফ্রিকার ডেরায় তাদের ১৩০ রানের মধ্যে বেঁধে রাখা ৷ যে কোনও উপমহাদেশীয় দলের কাছেই তা অত্যন্ত সুখের খবর ৷ কিন্তু সেই সুখ খুব বেশিক্ষণ স্থায়ী হল না ৷ কেপটাউনে সোমবার ২০৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতীয়দের দ্বিতীয় ইনিংস স্থায়ী হল মাত্র ৪২.৪ ওভার ৷ ১৩৫ রানেই শেষ কোহলিদের যাবতীয় চ্যালেঞ্জ ৷ সিরিজে ১-০-তে এগিয়ে গেল প্রোটিয়া বাহিনী ৷
advertisement
ডুপ্লেসিরা এদিন ১৩০ রানে অল আউট হতেই ভারতীয় ব্যাটসম্যানদের থেকে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের আশা আরও কয়েক গুণ বেড়ে গিয়েছিল ৷ দু’দিন আগে চেতেশ্বর পূজারা পর্যন্ত সাংবাদিক সম্মেলনে এসে বলে গিয়েছিলেন এই ভারতীয় দলের দ্বিতীয় ইনিংসে ৩৫০ রান তাড়া করারও ক্ষমতা রয়েছে ৷ কিন্তু কোথায় কী, দ্বিতীয় ইনিংসের হাল প্রথম ইনিংস থেকেও খারাপ ৷
প্রথম ইনিংসে হার্দিককে ত্রাতার ভূমিকায় দেখা গিয়েছিল ৷ এদিন ভারতীয় ব্যাটসম্যানদের একজনকে দেখেও মনে হয়নি, তাঁর পক্ষে ম্যাচ বের করা সম্ভব ৷ বরং অতীতে বাউন্স ভরা বিদেশের উইকেটে ভারতীয়দের যা অবস্থা হত, সেই ছবিই দেখা গেল এদিনও ৷ ২০৮ রান তাড়া করতে নেমে অসহায় আত্মসমর্পন করলেন ভারতীয় ব্যাটসম্যানরা ৷ দলের সর্বোচ্চ রান রবিচন্দ্রন অশ্বিন (৩৭)-র ৷ ভুবনেশ্বরকে নিয়ে শেষদিকে অঘটন ঘটানোর একটা মরিয়া চেষ্টাও চালিয়েছিলেন তিনি ৷ কিন্তু খুব বেশিক্ষণ উইকেটে স্থায়ী হলেন না ৷ ফিল্যান্ডারের বলে তিনি কট বিহাইন্ড হতেই ভারতীয়দের সব আশা শেষ ৷ হাসতে হাসতে ম্যাচ ৭২ রানে জিতল দক্ষিণ আফ্রিকা ৷
দক্ষিণ আফ্রিকার পেসারদের মধ্যে এদিন সবচেয়ে সফল ভার্নন ফিল্যান্ডার ৷ নিজের কেরিয়ারের সেরা বোলিংটা সোমবার করলেন তিনি ৷ ৪২ রান দিয়ে ৬ উইকেট নিয়ে তিনিই ম্যান অফ দ্য ম্যাচ ৷ বাকি উইকেটগুলি নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিলেন মর্কেল এবং রাবাদা ৷
