অন্যদিকে, বিহার দলে সহ-অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ খেলতে নামা ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ থাকলেও, তিনি প্রত্যাশা পূরণে ব্যর্থ হন। বাঁহাতি এই ব্যাটসম্যান মাত্র পাঁচ বল খেলে দুটি চার ও একটি ছক্কার সাহায্যে ১৪ রান করে প্রথম ওভারেই সাজঘরে ফিরে যান। যদিও ইনিংসটি ছিল ছোট, তবুও তাঁর স্ট্রাইক রেট ছিল চমকপ্রদ — ২৮০।
advertisement
লোহরুকা তাঁর ইনিংসে একের পর এক গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তোলেন। প্রথমে অর্ণব কিশোরের (৫২) সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৫২ রান, এরপর অধিনায়ক সাকিবুল গনির (৫৯) সঙ্গে তৃতীয় উইকেটে ১৩৬ রান এবং পরে উইকেটরক্ষক ব্যাটসম্যান বিপিনের (৫২) সঙ্গে চতুর্থ উইকেটে আরও ১০৪ রান যোগ করেন। এই পার্টনারশিপগুলি বিহারকে মজবুত জায়গায় পৌঁছে দেয়।
আরও পড়ুনঃ IND vs AUS: দলের বাইরে ৩ তারকা! প্রথম ওডিআইতে ভারতের একাদশে বড় চমক! বাছলেন প্রাক্তন তারকা
লোহরুকার ইনিংস শেষ হয় ইনিংসের ৮১তম ওভারে। তেচি ডোরিয়ার বলে স্টাম্প আউট হয়ে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। স্মরণীয় ইনিংস খেলে ও ম্যাচে বিহারকে সুবিধাজনক জায়গায় পৌছে দেন তরুণ ব্যাটার। বিহারের রানের পাহাড় গড়ার পেছনে লোহরুকার অবদান নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।