রকির ১৫২ বলের ইনিংসের জন্যই ইংল্যান্ড দল ভারতের প্রথম ইনিংসের ৫৪০ রানের বিশাল স্কোরের সামনে পুরোপুরি ভেঙে পড়েনি। তবুও তারা এখনও ৩১০ রানে পিছিয়ে রয়েছে। দ্বিতীয় দিনের শেষে থমাস রেভ ৩ রানে অপরাজিত ছিলেন এবং একনাথ সিংহ এখনো রানের খাতা খুলতে পারেননি।
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনের ছেলে আরচি ভন এবং প্রাক্তন ওপেনার জো ডেনলির ভাইপো জেডেন ডেনলি দ্রুত আউট হয়ে যাওয়ার পরে রকি ফ্লিনটফ অধিনায়ক হামজা শেখ (৮৪ রান) এর সঙ্গে পার্টনারশিপ গড়ে তোলেন। তারা তৃতীয় উইকেটের জন্য ১৫৪ রান যোগ করেন, যার ফলে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ১৯১ রান।
advertisement
আরও পড়ুনঃ IND vs ENG: লর্ডস টেস্টের রেজাল্ট নিয়ে বড় ‘ভবিষ্যদ্বাণী’! ভারত কি জিতবে? জেনে নিন বিস্তারিত
কিন্তু ভারতীয় বোলার বৈভব সূর্যবংশী তার পার্ট-টাইম স্পিনে শেখকে আউট করে দেন। এর আগে ভারত সকালে ৭ উইকেটে ৪৫০ রান থেকে খেলা শুরু করে আরএস অম্বরীশের ৭০ রানের ইনিংসের সাহায্যে আরও ৯০ রান যোগ করে। ভারতীয় অধিনায়ক আয়ুষ মাত্রে সেঞ্চুরি করে ভারতের বড় রানের ভিত্তি তৈরি করেন। প্রথম দিন আয়ুষ সেঞ্চুরি করেন এবং তিন ব্যাটসম্যান অর্ধশতক হাঁকান।