বৈভবের এই কীর্তিময় মুহূর্তটি আসে কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে। ম্যাচের ৪৫তম ওভারের শেষ বলে বাঁহাতি স্পিনে করা এক ফুলটস ডেলিভারিতে ইংল্যান্ডের অধিনায়ক হামজা শেখ বড় শট খেলতে গিয়ে ব্যর্থ হন এবং ক্যাচ তুলে দেন হেনিল প্যাটেলের হাতে। এই উইকেট শুধুই রেকর্ড নয়, ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ ব্রেকথ্রুও ছিল।
বিশ্ব ক্রিকেটের ইতিহাসে বৈভব এখন তৃতীয় সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ইয়ুথ টেস্টে উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। তার আগেই রয়েছেন পাকিস্তানের দুই প্রতিভাবান তরুণ — মাহমুদ মালিক ও হিদায়াতুল্লাহ খান, যারা মাত্র ১৩ বছর বয়সে উইকেট শিকার করেছিলেন। বৈভবের এই সাফল্য ভবিষ্যতের জন্য এক উজ্জ্বল সম্ভাবনার বার্তা দিচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ IND vs ENG: আর কত সুযোগ পাবে করুন নায়ার? এবার কি ৪ বছরের অপেক্ষায় অবসান হবে তারকা ব্যাটারের?
এই ম্যাচে ভারতীয় দল প্রথম ইনিংসে ৫৪০ রানের বিশাল স্কোর গড়ে ইংল্যান্ডকে চাপে ফেলে দেয়। ইংল্যান্ডের হয়ে রকি ফ্লিনটফ (অ্যান্ড্রু ফ্লিনটফের পুত্র) ৯৩ রানের লড়াকু ইনিংস খেলেও দলকে বড় বিপর্যয়ের হাত থেকে বাঁচায়। ইংল্য়ান্ড অনূর্ধ্ব ১৯ দলের প্রথম ইনিংস শেষ হয় ৪৩৯ রানে। ১০১ রানের গুরুত্বপূর্ণ লিড পায় ভারতীয় দল।