ভারত ও পাকিস্তানের ক্রিকেট লড়াই মানেই আলাদা উত্তেজনা। এবার সেই উত্তেজনা দেখা যাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে, যেখানে দুই দেশের তরুণ ক্রিকেটাররা একে অপরের মুখোমুখি হবে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬-এর সুপার-৬ পর্বে ভারত ও পাকিস্তানের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারি। ম্যাচটি জিম্বাবুয়ের বুলাওয়েও শহরের কুইন্স স্পোর্টস ক্লাবে খেলা হবে। ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১টায় ম্যাচ শুরু হবে এবং দুপুর ১২টা ৩০ মিনিটে টস অনুষ্ঠিত হবে।
advertisement
এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। লিগ পর্বে টানা তিনটি ম্যাচ জিতে তারা সহজেই সুপার-৬ পর্বে জায়গা করে নিয়েছে। এরপর সুপার-৬-এর প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে ভারতের আত্মবিশ্বাস আরও বেড়েছে। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই ভারতীয় দল দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছে।
অন্যদিকে পাকিস্তান দলও খারাপ খেলেনি। তারাও লিগ পর্ব পেরিয়ে সুপার-৬-এ পৌঁছেছে। যদিও পয়েন্ট টেবিলে তারা ভারতের থেকে পিছিয়ে রয়েছে, তবুও ভারত-পাকিস্তান ম্যাচে ফলাফল আগাম বলা কঠিন। এই ম্যাচে জয় পেলে পাকিস্তানের সেমিফাইনালের আশা কিছুটা হলেও বেঁচে থাকবে।
আরও পড়ুনঃ টি-২০ বিশ্বকাপে খেলা নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে নিল পাকিস্তান! জেনে নিন বিস্তারিত
সুপার-৬ পয়েন্ট টেবিলে গ্রুপ-২-এ ভারত এই মুহূর্তে শীর্ষে রয়েছে ৬ পয়েন্ট নিয়ে। ইংল্যান্ড দ্বিতীয় স্থানে এবং পাকিস্তান রয়েছে তৃতীয় স্থানে, তাদের সংগ্রহ মাত্র ২ পয়েন্ট। ভারতের নেট রান রেটও বেশ ভালো, ফলে সেমিফাইনালে ওঠার পথে তারা অনেকটাই এগিয়ে। এখন দেখার বিষয়, এই হাইভোল্টেজ ম্যাচে তরুণ ভারত পাকিস্তানকে হারিয়ে সেমির পথে আরও এক কদম এগিয়ে যেতে পারে কিনা।
